সরকার পোষিত স্কুলে কম্পিউটার ল্যাবে চাকরি দেবার নাম করে ভুয়ো সংস্থা খুলে কয়েক কোটি টাকা প্রতারণার মতন গুরুতর অভিযোগ উঠল। চাকরি পাবার আশায় ওই কম্পিউটার সেন্টারে নাম লিখিয়ে প্রতারিত হয়েছেন প্রায় হাজারের কাছে বেকার।
খড়গপুর ও আরামবাগে ভুয়ো সংস্থা খোলার পাশাপাশি রাজ্যের অন্য জেলায় এই জাল ছড়াচ্ছিল। এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক স্কুল শিক্ষক সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে আলাদা ল্যাব খুলেছে রাজ্য সরকার। তাদের ট্রেনিং দেবার জন্য শিক্ষক নিয়োগও করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই চুক্তির ভিত্তিতে তাঁদের নেওয়া হচ্ছে।
এই বিষয়টি জানতেই ধৃত ওই স্কুল শিক্ষক। স্কুলের চাকরির প্রতি বেকার যুবক-যুবতীদের যে আগ্রহ রয়েছে , সেটা সবার জানা। আর সেটাকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর পরিকল্পনা করা হয়। সেই অনুসারে কম্পিউটার স্কুল খুলে শুরু হয় প্রতারণা। উদ্দেশ্য ছিল, একসাথে অনেকের কাছ থেকে বেশি পরিমাণ টাকা হাতান।
পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে আলাদা ল্যাব খুলেছে রাজ্য সরকার। তাদের ট্রেনিং দেবার জন্য শিক্ষক নিয়োগও করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই চুক্তির ভিত্তিতে তাঁদের নেওয়া হচ্ছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন