আগেই পরিকল্পনার কথা জানিয়ে ছিল রাজ্য সরকার। সেই ঘোষণা মতন চলতি মাস থেকে কম্পিউটার শিক্ষা শুরু হতে চলেছে রাজ্যের স্কুল গুলিতে। প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণীতে কম্পিউটার পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
জানুয়ারি মাস থেকেই রাজ্যের ১২০০০ স্কুলে পড়ানো হবে কম্পিউটার। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পড়ুয়াদের জন্য কম্পিউটার বাধ্যতামূলক করা হচ্ছে। তবে আপাতত এর জন্য নতুন কোনও শিক্ষক নিয়োগ করার পথে হাঁটছে না স্কুল শিক্ষা দফতর।
তবে আধিকারিকদের একটা অংশের মতে, স্কুলের পড়ুয়াদের ভাল করে কম্পিউটার শিক্ষা দিতে গেলে শিক্ষক নিয়োগ দরকার। যদিও এখুনি স্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে ভাবছে না সরকার।
সূত্রের খবর,
ওই সূত্রের দাবি, ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে আলাদা ল্যাব খুলেছে শিক্ষা দফতর। তাদের ট্রেনিং দেবার জন্য শিক্ষক নিয়োগও করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই চুক্তির ভিত্তিতে তাঁদের নেওয়া হচ্ছে।
Loading...
সূত্রের খবর,
ওই সূত্রের দাবি, ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে আলাদা ল্যাব খুলেছে শিক্ষা দফতর। তাদের ট্রেনিং দেবার জন্য শিক্ষক নিয়োগও করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই চুক্তির ভিত্তিতে তাঁদের নেওয়া হচ্ছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন