ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ায় চলতি মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন বাড়ছে। ফলে তাঁরা যে বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) পান, সেটাও বেশকিছুটা বাড়তে চলেছে।
এবার এইচআরএ-র ঊর্ধ্বসীমা মাসে ৬ হাজার বেড়ে ১২ হাজার টাকা হওয়ায় অনেকটা সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে আগেই। আর এবার তাই কর্মীদের মূল বেতনের উপর ১২ শতাংশ হারে এইচআরএ দেওয়া হবে। এতদিন তা ১৫ শতাংশ ছিল। কয়েকটি কর্মী সংগঠন এইচআরএ ১৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করায় আপত্তি জানিয়েছে। কিন্তু মূল বেতন বেড়ে যাওয়ায় বাস্তবে বাড়ি ভাড়া ভাতাও বেশ খানিকটা বৃদ্ধি পাবে। মূল বেতনের উপর বাড়ি ভাড়া ভাতা ধার্য হয়।
সরকারি কর্মীদের হিসেব অনুযায়ী, চাকরি জীবনের শুরুতে একজন গ্রুপ-ডি কর্মীর মূল বেতন ছিল ৬,৬০০ টাকা। তার উপর ১৫ শতাংশ হারে এইচআরএ পেতেন ওই কর্মী। যার অঙ্ক হয় ৯৯০ টাকা। এখন একজন গ্রুপ-ডি কর্মীর চাকরি জীবনের শুরুতে মূল বেতন হবে প্রায় ১৭ হাজার টাকা। ওই টাকার উপর ১২ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা হবে ২,০৪০ টাকা। অর্থাৎ ওই কর্মী আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এইচআরএ পাবেন। একই হিসেবে একজন গ্রুপ-সি এলডি অ্যাসিস্ট্যান্ট এখন চাকরিতে ঢুকে ১,৩২৬ টাকা এইচআরএ পান। সেটাই বেড়ে হবে ২,৭২৪ টাকা। ইউডি অ্যাসিস্ট্যান্টের এইচআরএ ১,৬৫৬ টাকা থেকে বেড়ে হবে ৩,৪৬৮ টাকা।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে আগেই। আর এবার তাই কর্মীদের মূল বেতনের উপর ১২ শতাংশ হারে এইচআরএ দেওয়া হবে। এতদিন তা ১৫ শতাংশ ছিল। কয়েকটি কর্মী সংগঠন এইচআরএ ১৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করায় আপত্তি জানিয়েছে। কিন্তু মূল বেতন বেড়ে যাওয়ায় বাস্তবে বাড়ি ভাড়া ভাতাও বেশ খানিকটা বৃদ্ধি পাবে। মূল বেতনের উপর বাড়ি ভাড়া ভাতা ধার্য হয়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন