গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নবান্ন। এই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন পেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য আগামী শুক্রবার, ৩১ জানুয়ারি রাজ্যের সমস্ত ট্রেজারি খোলা রাখার জন্য ইতিমধ্যে নির্দেশ জারি করা হয়েছে।
রাজ্যের জয়েন্ট ডিরেক্টর অব ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে বলেছেন, ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু জানুয়ারি মাসের বর্ধিত বেতনের বিল তৈরিতে সমস্যা হচ্ছে। সব বিল এদিনের মধ্যে জমা পড়েনি।
এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছুটি থাকা সত্ত্বেও জরুরিভিত্তিতে কলকাতা সহ রাজ্যের সব ট্রেজারি খোলা থাকবে। জেলাশাসক ও মহকুমাশাসকদের ট্রেজারিতে নজরদারি করতে বলা হয়েছে, যাতে কোনও বেতনের বিল বকেয়া না থাকে। প্রত্যেক কর্মচারী যেন বর্ধিত বেতন পান।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন