দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। আজ এক দায়রা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
২০১৫ সালের একটি দেশদ্রোহিতার মামলায় আদালতের নির্দেশ অমান্য করে বারবার অনুপস্থিত থাকার পর আদালত হার্দিককে গ্রেফতারের নির্দেশ দেয়।
হার্দিকের গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা বিচারক বি জে গানাত্রা। হার্দিকের অনুপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন তোলেন সরকারি কৌঁসুলি। এবার তিনি শুনানি চলাকালীন বলেন, হার্দিক জামিনের শর্ত ভঙ্গ করেছেন।
পাশাপাশি দ্রুত শুনানির জন্য কোর্ট তাঁর উপস্থিতি ও সহযোগিতাকে বাধ্যতামূলক করেছিল। তাও মেনে চলেননি হার্দিক। তিনি শুধু শুনানি বিলম্বিত করতে চাইছেন। সব শোনার পরেই বিচারক হার্দিককে গ্রেফতারের নির্দেশ দেন।
হার্দিকের গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা বিচারক বি জে গানাত্রা। হার্দিকের অনুপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন তোলেন সরকারি কৌঁসুলি। এবার তিনি শুনানি চলাকালীন বলেন, হার্দিক জামিনের শর্ত ভঙ্গ করেছেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন