শিক্ষকদের বাগে আনতে আরও কঠোর আইন আনছে রাজ্য সরকার। সন্তানদের দেখভালের নামে বেড়াতে যাচ্ছেন শিক্ষকদের অনেকেই। এই অনিয়ম রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে স্কুলশিক্ষা দফতর।
যে কারণ দেখিয়ে চাইল্ড কেয়ার লিভ নেওয়ার আবেদন আসছে, সেই আবেদন যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।
এর পাশাপাশি অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ছুটি চেয়ে সরকারের বিভিন্ন দফতরে শিক্ষকদের হন্যে হয়ে ঘুরে বেড়ানো উদাহরণ কম নেই। হকের ছুটি না পেয়ে শিক্ষকরা বাধ্য হয়ে আদালতে যাচ্ছেন।
আর এই সব সমস্যা সমাধানে ছুটির নিয়মে কিছু বদল আনছে রাজ্য সরকার।
মাতৃত্ব-কালীন ছুটি, গর্ভপাতের জন্য ছুটি, লিয়েন, স্পেশাল ছুটি, ক্যাজুয়াল লিভ, অর্ধেক বেতনের ছুটির নিয়মে খুব একটা পরিবর্তন হবে না।
যদিও সিসিএল-এর ক্ষেত্রে আগের তুলনায় অনেকটা সাবধানী হচ্ছে স্কুলশিক্ষা দফতর। কাঠামো অক্ষুণ্ণ রেখে এই বদল আনতে চাইছে সরকার। এক সাথে মোট শিক্ষকের ২০ শতাংশের বেশি ছুটিতে যেতে পারবেন না। আবেদনকারীদের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। স্কুলের পরীক্ষার সময় ছুটি মঞ্জুর হবে না। সন্তানের কোন কোন অসুখের জন্য কতদিন ছুটি পাবেন শিক্ষকরা, তার তালিকা দিয়ে দেওয়া হবে।
এর পাশাপাশি অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ছুটি চেয়ে সরকারের বিভিন্ন দফতরে শিক্ষকদের হন্যে হয়ে ঘুরে বেড়ানো উদাহরণ কম নেই। হকের ছুটি না পেয়ে শিক্ষকরা বাধ্য হয়ে আদালতে যাচ্ছেন।
Loading...
মাতৃত্ব-কালীন ছুটি, গর্ভপাতের জন্য ছুটি, লিয়েন, স্পেশাল ছুটি, ক্যাজুয়াল লিভ, অর্ধেক বেতনের ছুটির নিয়মে খুব একটা পরিবর্তন হবে না।
যদিও সিসিএল-এর ক্ষেত্রে আগের তুলনায় অনেকটা সাবধানী হচ্ছে স্কুলশিক্ষা দফতর। কাঠামো অক্ষুণ্ণ রেখে এই বদল আনতে চাইছে সরকার। এক সাথে মোট শিক্ষকের ২০ শতাংশের বেশি ছুটিতে যেতে পারবেন না। আবেদনকারীদের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। স্কুলের পরীক্ষার সময় ছুটি মঞ্জুর হবে না। সন্তানের কোন কোন অসুখের জন্য কতদিন ছুটি পাবেন শিক্ষকরা, তার তালিকা দিয়ে দেওয়া হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন