সরকারি কর্মচারীদের বহু দিনের সমকাজে সমবেতনের দাবি এবার পূরণ হতে চলেছে।
সম্প্রতি এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা অনুসারে চলতি বছর থেকে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুল ২০১৯-এর অধীনে রাজ্য সরকারের স্থায়ী কর্মীদের সঙ্গে সমহারে বেতন পাবেন সরকারি বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা।
যদিও এই বিষয়ে বলা হয়েছে, সংশোধিত বেতন ক্রম অনুসারে বেতন কাঠামো ও বেতন নির্ধারণের ক্ষেত্রে তাদের অনলাইনে কোনও অপশন ফর্ম পূরণ করবার দরকার নেই।
লিখিত আকারে দেওয়া ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। ফরম ফিলাপ থেকে বেতন নির্ধারণ পুরো প্রক্রিয়াটি অফলাইনেই হবে। সংশ্লিষ্ট দফতরের অধিকর্তা অফলাইন মোডেই কর্মচারীদের বেতন সংশোধন করবেন এবং দরকার মতন পরিবর্তন করে সংশোধিত কাঠামো অনুসারে বেতন নিশ্চিত করবেন।
যদিও এই বিষয়ে বলা হয়েছে, সংশোধিত বেতন ক্রম অনুসারে বেতন কাঠামো ও বেতন নির্ধারণের ক্ষেত্রে তাদের অনলাইনে কোনও অপশন ফর্ম পূরণ করবার দরকার নেই।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন