জরিমানার মুখে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। মামলার দ্রুত শুনানি চাওয়ার জন্য
আদালতে জরিমানা বাবদ ১১,০০০টাকা গুনতে হবে তাঁকে। এই জরিমানার টাকা জমা করতে হবে বিধাননগর পুরনিগমে। পুরসভা থেকে নিগম হওয়ার পর বিধাননগরের প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত।
সল্টলেক, রাজারহাটে তাঁকে এক ডাকে সবাই চেনেন। মেয়র থাকাকালীন চারটি কাজ বেআইনিভাবে হচ্ছে বলে অভিযোগ ছিল সব্যসাচী বাবুর কাছে। তাই ওই চারটি কাজ বন্ধ করে দেওয়ার নোটিশ দেন তিনি। এরপর বিধাননগর পুরনিগমে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে আড়াআড়ি বিভাজন শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীনই মেয়র পদ ছেড়ে দেন সব্যসাচী দত্ত। নতুন মেয়র হন কৃষ্ণা চক্রবর্তী।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করে প্রাক্তন মেয়র অভিযোগ আনেন, তিনি মেয়র থাকাকালীন যে বেআইনি কাজ গুলি বন্ধ করেছিলেন, নতুন মেয়র আসতেই সেই বেআইনি কাজ ফের শুরু করা হয়েছে।
বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে জরুরী শুনানি চেয়ে আবেদন করেন সব্যসাচী দত্তের আইনজীবী। বিচারপতি আবেদনটি জরুরি শুনানি হিসেবে নেন। এদিন বিচারপতি মান্থা-র বেঞ্চে শুনানি শুরু হয়। সওয়াল-জবাবের পর বিচারপতি জানান বিধান নগরের প্রাক্তন মেয়রের আবেদনটির জরুরিভিত্তিতে শুনানি করার মতো কিছু নেই। অহেতুক আদালতের সময় নষ্ট করা হয়েছে। হাইকোর্টের সময় নষ্ট করার জন্য ১১হাজার টাকা জরিমানা ধার্য করেন বিচারপতি রাজশেখর মান্থা।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করে প্রাক্তন মেয়র অভিযোগ আনেন, তিনি মেয়র থাকাকালীন যে বেআইনি কাজ গুলি বন্ধ করেছিলেন, নতুন মেয়র আসতেই সেই বেআইনি কাজ ফের শুরু করা হয়েছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন