সামনেই পুরসভা নির্বাচন। আর তার আগে জীবন গড়ে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুব কর্মশালাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, আগামী দু-বছরে মন প্রাণ দিয়ে কাজ করুন। তারপর আর কিছু করতে হবে না তোমাদের। আমরা কথা দিচ্ছি তোমাদের ভবিষ্যৎ গড়ে দেব।
এই নিয়ে কোন চিন্তা করার কারণ নেই। এটা আমার প্রতিশ্রুতি। আমি যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করে থাকি। চাকরির জন্য তোমাদের আর ভাবতে হবে না। বিদেশে গিয়ে ঘাড় ধাক্কা খেতে হবে না। শুধু এখন থেকে মন দিয়ে দল করতে হবে। আমরা ভবিষ্যৎ গড়ে দেব। এর পাশাপাশি তিনি বলেন, ভাল নেতা গাছ থেকে পড়ে না। কাজের মধ্যে দিয়ে নেতা হয়ে তৈরি হয়। তোমাদের মধ্যে থেকে অনেকেই আগামী দিনের নেতা হয়ে উঠবে। তাঁদের ভবিষ্যৎ আমরা গড়ে দেব।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন