বহু বিতর্কের পরে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেরিটলিস্ট প্রকাশ করেছে কমিশন। আর এই মেরিটিলিস্ট নিয়ে বহু অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। এমনকি পুজোর আগে থেকে অভিযোগ নেওয়া শুরু হয়েছে। কমিশনের অফিসে বহু অভিযোগ জমাও পড়েছে।
এই প্রেক্ষিতে অভিযোগের ধরণ চিহ্নিত করে সেই সবের যথাযথ জবাব দ্রুত তৈরির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিকাশ ভবনে আপারের মেরিটলিস্ট নিয়ে স্কুলশিক্ষা সচিব এবং কমিশনের কর্তাদের নিয়ে প্রায় দু-মাস আগে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
মামলার কারণে আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে বিভিন্ন সময় হোঁচট খেতে হয়েছে সরকারকে।
বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে কমিশনকে। বিক্ষোভরত হবু শিক্ষকদের নিয়ে দফায় দফায় পথে নেমেছেন বিরোধীরা। এর ফলে সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। সেই পরিস্থিতি আর যাতে না তৈরি হয়, তার সমাধানের নির্দেশ দিয়ে ছিলেন শিক্ষামন্ত্রী। কোনও ভুল থাকলে দ্রুত তা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দু-মাস কেটে যাবার পরেও কমিশন কি উদ্যোগ নিয়েছে? প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। তাদের আরও অভিযোগ, কমিশন যদি শিক্ষামন্ত্রীর কথা মেনে নিয়ে সমাধানের উদ্যোগ নিতেন, তাহলে এই সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত। কমিশনের অনীহার কারণে আপারের নিয়োগ আটকে আছে।
বিকাশ ভবনে আপারের মেরিটলিস্ট নিয়ে স্কুলশিক্ষা সচিব এবং কমিশনের কর্তাদের নিয়ে প্রায় দু-মাস আগে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
মামলার কারণে আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে বিভিন্ন সময় হোঁচট খেতে হয়েছে সরকারকে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন