চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করার পরে ২১ লক্ষ টাকার চাকরির সুযোগ পেয়েছিলেন উত্তর কলকাতার কৃতী ছাত্র রৌনক আগরওয়াল। কিন্তু আগাগোড়া সিভিল সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছা ছিল রৌনকের।
এর জন্য ব্যাঙ্কের মোটা মাইনের চাকরির অফার খারিজ করে দেন তিনি। পরপর দু-বছর অবশ্য পরীক্ষায় সাফল্য পাননি রৌনক। তবুও আশা ছাড়েননি। তাই তৃতীয়বারের পরীক্ষায় শুধুমাত্র সাফল্য নয়, দেশের মধ্যে প্রথম ১৫-তেই চলে এলেন উত্তর কলকাতার এই কৃতী ছাত্র।
অনেক বছর পরে ১৩ তম স্থান পেলেন রৌনক। বাবা-মা সহ পাড়া প্রতিবেশীরা সবাই খুশি। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমদিকের স্থান হলেও ওয়েস্টবেঙ্গল ক্যাডারেই যোগ দিতে চান রৌনক। কারণ তাঁর বাবা চান, রৌনক এ রাজ্যের জন্যই কাজ করুক।
মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার এক ঘণ্টা বাদেই রৌনক জানান, "আমি রাজ্যের শিল্প এবং পরিকাঠামো গড়ে তুলতে চাই। এটাই আমার প্রাথমিক লক্ষ্য ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পাওয়ার পর। আমি এ রাজ্যের হয়েই কাজ করতে চাই।"
ছোটবেলা থেকেই ভালো ছাত্র। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করেছিলেন রৌনক। সেন্ট লরেন্স হাই স্কুল থেকে বাণিজ্য নিয়ে রাজ্য বোর্ড অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই পড়াশোনা করেছেন। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করেন রৌনক।
অনেক বছর পরে ১৩ তম স্থান পেলেন রৌনক। বাবা-মা সহ পাড়া প্রতিবেশীরা সবাই খুশি। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমদিকের স্থান হলেও ওয়েস্টবেঙ্গল ক্যাডারেই যোগ দিতে চান রৌনক। কারণ তাঁর বাবা চান, রৌনক এ রাজ্যের জন্যই কাজ করুক।
Loading...
ছোটবেলা থেকেই ভালো ছাত্র। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করেছিলেন রৌনক। সেন্ট লরেন্স হাই স্কুল থেকে বাণিজ্য নিয়ে রাজ্য বোর্ড অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই পড়াশোনা করেছেন। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করেন রৌনক।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন