প্রায় সাত বছরের বেশি সময় ধরে আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। এবার কাউন্সেলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে পর্যন্ত আসতে হবে না। বাড়িতে বসেই পছন্দমত স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন হবু শিক্ষকরা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতের বিচারাধীন।
এতদিন কমিশনের দফতরে গিয়ে স্কুল বাছাই করতে হতো হবু শিক্ষকদের। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার থেকে অনলাইনে শুরু হবে কাউন্সেলিং। নিজেদের সুবিধামত যে কোন জায়গা থেকে প্রার্থীরা অনলাইনে স্কুল বাছাই করতে পারবেন। ১৪ হাজারের বেশি শূন্যপদে অনলাইনে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কমিশন।
দীর্ঘ মামলার জটে থমকে থাকা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি নিষ্পত্তি ঘটাতে আদালতে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিশেষ আদালতের জন্য আবেদন জানানো হয়েছে। স্পেশাল কোর্টে এই মামলার নিষ্পত্তি করতে চায় কমিশন। আজ ছিল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার একটি শুনানি। সেই মামলায় ফের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিয়েছে আদালত। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে।
কিন্তু বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ সময় নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ পরবর্তী সময়ে তুলে দিলেও কমিশনের সদর দফতরে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে এসে কাউন্সেলিং করানো যে সম্ভব নয় তা একপ্রকার নিশ্চিত হয়েছে এসএসসির আধিকারিকরা। আর তাই দীর্ঘদিন ধরে কাউন্সেলিংয়ের যে নিয়ম ছিল সেই নিয়মকে বদল করে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াকেই অনলাইন করতে চায় এসএসসি।
কমিশন স্পেশাল কোর্ট বসিয়ে উচ্চ প্রাথমিক নিয়োগ সমস্যার সমাধান করতে চায়। এই খবর আজ সমস্ত মিডিয়াতে প্রচার করা হচ্ছে। কিন্তু কমিশন চাইলেই কি এই জটিলতা কাটবে? কারণ কমিশনের বিরুদ্ধে অনিয়মের যে সমস্ত অভিযোগ আছে তা নিয়ে কমিশন কি ভাবছে তা আদালতে আগে জানাতে হবে। আর এর পরে আদালত যদি কমিশনের জবাবে সন্তুষ্ট হয় তবেই এই নিয়োগের কাজ শুরু করা সম্ভব হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন