করোনা পরিস্থিতির জন্য এখনও বন্ধ আছে রাজ্য সহ গোটা দেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে পড়ুয়ারা। এবার কলেজের ক্লাসের জন্য নয়া ক্যালেন্ডার তৈরি করল কেন্দ্রের সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রকের তরফে সেই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
Loading...
এদিন জানানো হয়েছে, প্রথম বর্ষের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে। ৩০ নভেম্বরের পর আর কোনও অ্যাডমিশন হবে না। স্নাতক এবং স্নাতোকত্তরের জন্য এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ইউজিসি প্রথম ক্যালেন্ডার প্রকাশ করেছিল ২৯ এপ্রিল। তাতে বলা হয় ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সেমেস্টার হবে আর ওই মাসের শেষেই ফলাফল বেরবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন