ফের পিছিয়ে গেল আপার মামলার শুনানি। গত কাল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারীর শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয়। গতকাল আদালত কমিশনের আইনজীবী কি বলেন সেই দিকে তাকিয়েছিলেন অনেকেই। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি জানতে চান, কমিশনের প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে এত অভিযোগ উঠছে কেন? যদিও পরে বিচারপতি জানিয়ে দেন আপারের পরবর্তী শুনানি হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
গতকাল আদালতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত কমিশনের পক্ষে বক্তব্য পেশ করেন। মামলার শুনানি পর্বে অ্যাডভোকেট জেনারেল নিজের বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন, সমস্ত তথ্য আদালতের কাছে তুলে ধরতে তাঁর আরও কিছুটা সময় লাগবে। এর ফলে মামলার রায় পেতে আরও কয়েকটা দিন সময় যে লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না।
চাকরিপ্রার্থীদের দাবিগুলি ছিল, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। নতুন শূন্যপদগুলি ৫,১০৮ টি মূল শূন্যপদের সঙ্গে যুক্ত করতে হবে। এর পাশাপাশি সঠিক টেট ওয়েটেজের ভিত্তিতে নিয়োগ করতে হবে। ১ : ১.৪ অনুপাত মেনে কাস্ট ক্যাটেগরি সাবজেক্ট অনুযায়ী নিয়োগ দিতে হবে। আপার প্রাইমারি দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চের তরফে সভাপতি কামরুজ্জামান জানান, "টানা সাত বছর ধরে আপার প্রাইমারিতে কোনও নিয়োগ নেই। সাত বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু-জনকেই আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের মামলার নিষ্পত্তি করে স্বচ্ছভাবে আপার প্রাইমারিতে নিয়োগ দান করা হয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন