সারা দেশের ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে প্রায় ৮০০০ শিক্ষক-শিক্ষিকা বর্তমানে রয়েছেন। কিন্তু প্রতিবছর অবসর বা অন্যান্য করণে বেশকিছু পদ খালি হয়। এবার সেই জায়গায় নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়। প্রতিবছরের মতো এবছরও পিজিটি/টিজিটি/পিআরটি টিচার নিয়োগ করা হবে।
মোট কতজন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা না গেলেও হিসেব বলছে সারা দেশে ছড়ানো ১৩৭টি আর্মি পাবলিক স্কুলের জন্য মোটামুটি ৪০০০ শিক্ষক শিক্ষিকা তো নিয়োগ করা হবেই।
কম্বাইন্ড সিলিকশন স্কিনিং এগজামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইচ্ছুক প্রার্থীকে পিজিটি, টিজিটি, প্রাইমারি ইত্যাদি মানের শিক্ষকতার জন্য বিভিন্ন মানের যোগ্যতা দরকার। অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য টেট পাশ বাধ্যতামূলক নয়। আবেদন করা যাবে ২০ অক্টোবর বিকেল ৫ টা পর্যন্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন