করোনার কারণে গোটা দেশে বন্ধ আছে প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ কর্মসূচি। লকডাউনের আগে যারা প্রশিক্ষণ শেষ করেছেন তাদের চাকরির খোঁজ এনে দিতে কারিগরি দফতরগুলি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে।
এই প্রকল্পের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯ হাজার ৬২ জন ছেলেমেয়ে রয়েছে যারা এখনও কোনও চাকরি পাননি। এর মধ্যে আবার ৬ হাজার ৬৬৮, রয়েছে তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট পরিষেবার প্রশিক্ষণপ্রাপ্ত। এর পাশাপাশি পোশাক তৈরি, ফার্নিচার, প্লাম্বিং, ট্যুরিজম ও হসপিটালিটি প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীও রয়েছে।
শিল্পায়ণের স্বার্থে রাজ্যে দক্ষ শ্রমিক তৈরির প্রশিক্ষণ দেওয়াই উৎকর্ষ বাংলার প্রধান লক্ষ্য। কিন্তু এখনও পর্যন্ত ৩ লক্ষ ৪৩ বাজার ৯৯১ জন প্রশিক্ষণ নিয়েছেন। কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়ায় ছেলে মেয়েদের মধ্যে এব্যাপারে আগ্রহ দেখা গেলেও, তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কলকাতায় ৩০ হাজার ছেলে মেয়েকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল। মাত্র ৩৪ শতাংশ ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন