সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচন তৃণমূল ও বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের ভোটকর্মী হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ব্যবহার করা হোক।
এমনই দাবি জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। ওই চিঠিতে বিজেপি নেতারা অভিযোগ, গত বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের কনভেনার এবং সদস্যরা প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। চিফ ইলেক্টোরাল অফিসারকে লেখা এই চিঠিতে বিজেপি-র তরফে রাজ্য সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, 'স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই ব্যবহার করা হোক এবং রাজ্য সরকারের একজন কর্মীকেও কাজে লাগানো উচিত নয়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন