করোনা আতঙ্ক এখনও কাটেনি রাজ্যে। শেষ পাওয়া খবর অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে ৭৮৮ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে তার ঠিক পরেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে উত্তর ২৪ পরগনা।
এমন আবহে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনে কলেজই স্নাতক স্তরের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলি নিচ্ছে। তবে পুরনো পড়ুয়াদের ডেকে পাঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। বহু ছাত্র-ছাত্রীর ফোন নম্বর বা ইমেল আইডি কলেজ এর কাছে নেই। তাই ওয়েবসাইটে পরীক্ষার বিজ্ঞপ্তি না দেখলে কীভাবে তাঁদের ডাকা হবে, তা ভেবেই কুল পাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ।
কলকাতার বেশকিছু কলেজে কথা বলে জানা যাচ্ছে, সদ্য ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি পাঁচ বছরের পুরনো পড়ুয়ারাও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঠানো তালিকায়। তাদেরও খোঁজ পেতে হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষ করতে হাতে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে কলেজগুলির। বাড়ি থেকেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। যদি কেউ একটি পরীক্ষা মিস করেও যায়, তাহলে তো পরেও তা নেওয়া যেতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন