সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ভবনে প্রবেশ করেছেন মুকুল রায়। এদিকে বিজেপি-তে মুখে কুলুপ সকলেরই। মুকুল রায়ের নাম শুনেই ফোন কাটছেন বিজেপি নেতারা। এমনকী, অনেকেই সযত্নে মুকুল ইস্যু এড়িয়ে বলছেন, 'দল নির্দেশ দেওয়ার পরেই এই বিষয়ে নিজেদের বক্তব্য জানাব। হয়ত কাল থেকে প্রতিক্রিয়া দেওয়া শুরু করব।'
প্রসঙ্গত, এদিন মুকুল রায় তৃণমূলে ফিরলে আরও একঝাঁক তৃণমূলত্যাগী বিজেপিনেতা ফের তৃণমূলে নাম লেখাবেন। যাঁদের মধ্যে আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তদের মতন হেভি-ওয়েট নেতারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন