Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ১ অক্টোবর, ২০২৩

ফের সোনা; এবার এল শটপাটে

 ৮:৩৫ PM     Sports     No comments   

তাজিন্দর পাল সিং এশিয়ান গেমসে দেশকে এনে দিলেন সোনা। শটপাটে তাঁর সোনা জয়ের সঙ্গে ভারত এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের তালিকায় ১৩ তম সোনা জিতল। এদিন ফাইনাল থ্রোতে ২০.৩৬ মিটার গোলা ছোঁড়েন তিনি। তাজিন্দার সিং তুর চতুর্থ ভারতীয় শটপাটার হিসেবে সোনা পেলেন এবারের এশিয়ান গেমসের মঞ্চ থেকে। এর আগে শেষবার বাহাদুর সিং চৌহান ১৯৭৮-৮২ সালে শটপাটে সোনা পেয়েছিলেন।

এদিকে ভারতীয় মহিলা অ্যাথলিট হরমিলান বংশ ১৫০০ মিটার ফাইনালে রুপোর পদক পেলেন। ওই একই বিভাগে ব্রোঞ্জও ভারতীয়দেরই। 

এর পাশাপাশি, পুরুষদের লং জাম্পে ভারতের মুরলী শ্রীশঙ্করের রুপো,  ডিসকাস থ্রোতে সীমা পুনিয়া ব্রোঞ্জ পদক পান৷ মহিলাদের হেপ্টাথেলনে নন্দিনী আগরসারা ব্রোঞ্জ জিতলেন। একের পর এক পদক জয়ের ফলে ভারত রবিবার মোট পদকের সংখ্যায় হাফ সেঞ্চুরি পার করে ফেলল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃষ্টি থেকে রেহাই মিলবে তো? পড়ুন

 ৪:১৩ PM     kolkata     No comments   

ফের নিম্নচাপের অবস্থান বদল। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে এই নিম্নচাপ। তবে তা সত্ত্বেও বৃষ্টি থেকে রক্ষা নেই বঙ্গবাসীর। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এই বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শনিবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে স্থলভাগে প্রবেশ করে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে। নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে ঠিকই। তবে তার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সোম ও মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বজায় থাকবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

দুর্যোগ মোকাবিলায় বিজ্ঞপ্তি নবান্নর!

 ১০:৫১ PM     kolkata     No comments   

দুর্যোগ মোকাবিলায় ১২ ঘণ্টা পর পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠাতে হবে। এদিন নবান্নের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য নবান্নের পাশাপাশি বিভিন্ন সাব ডিভিশনেও কন্ট্রোল রুম চালু থাকবে।  এদিন নবান্নের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকেই একাধিক নির্দেশ দিয়েছিলেন তিনি। 

বৈঠকে রাজ্যের বর্তমানে দুর্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মু্খ্যমন্ত্রী। তিনি বলেন,"প্রতিনিয়ত নজরদারি চালাতে হবে যেখানে যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ডিভিসি ও ঝাড়খন্ড থেকে যে জল ছাড়া হচ্ছে তার প্রতিনিয়ত নজরদারি করতে হবে। নবান্নে চালু করতে হবে কন্ট্রোল রুম।" বর্তমানে দুর্যোগ নিয়ে বৈঠকে টেলিফোন মারফত মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের এমনটা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকা, নোট বদলানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত

 ১০:৪২ PM     India     No comments   

আপনার কাছে রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট ? চিন্তা করার দরকার নেই। কারণ এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট। বাড়ানো হচ্ছে ২০০০ টাকা নোট বদলানোর সময়সীমা। শনিবার ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে। 

৭ অক্টোবর পর্যন্ত নোট বদলানোর সময় বাড়ানো হল। এরপরও যদি কারোর কাছে ২০০০ টাকা নোট থেকে যায় সেটা ব্যাঙ্কে না তো জমা করা যাবে না বদলানো যাবে। সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস থেকে বদলানো যেতে পারে। তবে একবারে ২০,০০০ টাকার বেশি নোট বদলানো যাবে না।  আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতোই ২০০০ টাকার নোট বৈধ থাকবে। অর্থাৎ আপাতত লেনদেনের জন্য ২০০০ টাকার নোট ব্যবহার করা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

তৃণমূলের দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল!

 ৮:২৯ PM     kolkata     No comments   

প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। বিভিন্ন জেলা থেকে কলকাতায় চলে এসেছেন বঞ্চিতদের একটা বড় অংশ। শেষ মুহূর্তে তৃণমূলের দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল করে দিল পূর্ব রেল।

'ভয়ের স্পষ্ট প্রমাণ', এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশোর দিনের বকেয়া আদায়ের লক্ষ্যে 'মিশন দিল্লি'। কয়েক হাজার 'বঞ্চিত'-কে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। কীভাবে? রাজ্য শাসকদলের তরফে জানানো হয়েছিল, দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল, শনিবার হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি। দিল্লি পৌঁছবে, রবিবার। এদিন বিজ্ঞপ্তি করে সেই বিশেষ ট্রেন বাতিল করার ঘোষণা করল পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে উল্লেখ, 'কোচ পাওয়া যাচ্ছে না, তাই বিশেষ ট্রেন নয়'। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মানুষ চাকরি পাচ্ছেন না, পুজো কমিটিকে ৭০ হাজার টাকা; বিস্ফোরক মন্তব্য বিচারপতির

 ৮:২২ PM     kolkata     No comments   

মানুষ বেতন পাচ্ছেন না। চাকরি পাচ্ছেন না। পেনশন আটকে যাচ্ছে। আর এখানে পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে। শুক্রবার দু্র্গাপুজোর অনুমতি চেয়ে একটি মামলার শুনানিতে এই মন্তব্যই করলেন বিচারপতি অমৃতা সিনহা। দুর্গাপুজো করতে চেয়ে তমলুক পুরসভার কাছে অনুমতি চেয়েছিল একটি ক্লাব।  অনুমতি দেয়নি পুরসভা।

সেই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে ওই ক্লাব। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি জিজ্ঞেস করেন, তমলুক পুরসভার অধীনে ক-টা পুজো হয়? রাজ্যের আইনজীবী জানান, ৫০টার মতো পুজো হয়। এর পরেই বিচারপতি বলেন, "সব পুজো কমিটি কি ৭০ হাজার টাকা পাবে?" রাজ্যের আইনজীবী জানান, সকলে পায় না। যে সব ক্লাব রাজ্যে নথিভুক্ত রয়েছে, শুধু তারা পায়। এর পরেই বিচারপতি বলেন, "আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছে না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!" এর পরেই বিচারপতি পুজো কমিটির উদ্দেশে বলেন, "জেলাশাসকের দফতরে পুজো নিয়ে বৈঠকে হবে। সেখানে যান। কী বলেন, দেখুন।" তিনি এই প্রশ্নও তোলেন যে, গত বছর ওই পুজোর অনুমিত ছিল। তা হলে এ বছর কেন আটকানো হচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইডি-র তদন্তকারী আধিকারিককেও সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা!

 ৮:০৯ PM     kolkata     No comments   

অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী আধিকারিক বদলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ সিনহার। এর পাশাপাশি, বিচারপতি এ-ও জানিয়ে দিয়েছেন, ওই আধিকারিককে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না।

আদালত এই আধিকারিকের উপরে আস্থা, ভরসা হারিয়েছে বলে এদিন মন্তব্য করেন বিচারপতি। 

এদিন আদালতে অন্তবর্তী রিপোর্ট জমা দেয় ইডি। ইডি-র তরফে আদালতে জানানো হয়, রিপোর্টে এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যা তাঁরা প্রকাশ্যে বলতে চাইছেন না। যুক্তি হিসাবে ইডি-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "আমাদের আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা পান না৷’’এরপরেই বিচারপতির প্রশ্ন, তবে আর্থিক লেনদেনের গতিপথ কী? ইডি আশ্বাস দেয়, আগামী ১০ অক্টোবর এবিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন তাঁরা। তাঁদের সময় দেওয়া হোক।

তবে এরই মধ্যে ইডি-র আইও-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সাফ বলেন, "প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ম্যাগনিটিউড অনেক। আদালতের প্রশ্নের উত্তরই দিতে পারেনি। এই বিপুল ব্যাপ্তির নিয়োগ দুর্নীতি তদন্তে আত্মবিশ্বাসী অফিসারকে চায় আদালত। ইডি আইও-র আত্মবিশ্বাসের অভাব রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আইও-র উপরে আদালত ভরসা হারিয়েছে। তাই সরিয়ে দেওয়া হচ্ছে।"


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates