Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

ইডির তলব রণবীর কপূরকে!

 ৪:৪০ PM     India     No comments   

আইনি জটে বলিউডের স্টার অভিনেতা রণবীর কপূর। ঋষি-পুত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ডাক পড়ল অভিনেতার। এখনও পর্যন্ত এমন খবর পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার, ৬ অক্টোবর ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ রণবীরকে। মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

খবর, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদ্‌যাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাঁদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। এর পাশাপাশি, অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এখন কেমন আছেন? নিজের শরীর নিয়ে খবর দিলেন মুখ্যমন্ত্র্যী

 ৪:২০ PM     kolkata     No comments   

হেলিকপ্টার দুর্ঘটনার পর স্পেন সফরে গিয়েও বাঁ পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন থেকে ফিরে এসেই এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। বুধবার তাঁর পায়ের পরিস্থিতি নিয়ে নিজেই এমন খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ ও সিকিমের প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই মমতা বলেন, 'আমরা পা-টা ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে।'

এসএসকেএম-এ চিকিৎসা করানোর পর সেখান থেকে জানানো হয়েছিল, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যস্ত কর্মসূচি থাকায় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি তিনি। তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। উডবার্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ওইদিন তাঁর পায়ের এমআরআই-ও করা হয়েছে বলে খবর। চিকিৎসকদের পরামর্শেই তিনি বিশ্রামে রয়েছেন। কালীঘাটের বাড়ি থেকেই বেশিরভাগ কাজ পরিচালনা করার চেষ্টা করছেন তিনি বলে সূত্রের খবর। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাতভর প্রবল বৃষ্টি; আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস, পড়ুন

 ৪:১৩ PM     kolkata     No comments   

রাতভর প্রবল বৃষ্টি বঙ্গে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতায় বৃষ্টির সেঞ্চুরি- ১০০ মিলিমিটার পার। ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কলেজ স্ট্রিট ও শিয়ালদহ সংলগ্ন পামার বাজারে। ৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে ঠনঠনিয়া এবং মোমিনপুরে।নিম্নচাপের ইউ-টার্ন।

আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টিপাত বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ ছত্তিশগড়ে ঢুকেই ইউ-টার্ন নিয়েছে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও। আজ, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরও চাপে তৃণমূল; এবার ইডিরর নোটিস গেল রুজিরার কাছে

 ৪:০৫ PM     kolkata     No comments   

মিশন দিল্লি শেষ হয়েছে গতকাল। কিন্তু এখনও রাজধানী দিল্লি ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তাঁকে ও তৃণমূলের বেশ-কয়েকজন নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন, এবার কেন্দ্রীয় এজেন্সির ডাক অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকেও নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি।

এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর। প্রসঙ্গত, আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছিল অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। 

ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ইডির সমন এড়িয়ে আদালতে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

 ৩:৪৩ PM     kolkata     No comments   

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে ৩ অক্টোবর তাঁকে তলব করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু বর্তমানে তিনি দলীয় কর্মসূচির জন্য দিল্লিতে রয়েছে। তাই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে পারবেন না তৃণমূল সাংসদ। এদিকে বিচারপতির সিনহার নির্দেশ ছিল, কোনওভাবেই যেন তদন্তের গতি শ্লথ না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান অভিষে। কিন্তু সেখানে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

হাই কোর্টের প্রশ্ন,  "কেন এত তাড়াহুড়ো? আজ যে হাজিরা দেবেন না তা জানিয়েছিলেন ইডিকে?" জবাবে অভিষেকের আইনজীবী বলেন, "আজ জানিয়েছি।"  আগে জানালেন না কেন, জানতে চান বিচারপতি। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, মঙ্গলবার না পারলে অভিষেক বুধবার আসুন দপ্তরে। শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালতের অনুমতিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে গত ১৩ তারিখ অভিষেককে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন।  

উল্লেখ্য, ওইদিন INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল। ওই কমিটির সদস্য হওয়ায় সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে তিনি দিল্লির বৈঠকে যাননি। গিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটা প্রতিহিংসামূলক আচরণ, প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৭ জেলার বন্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন!

 ৩:২৭ PM     kolkata     No comments   

নিম্নচাপের জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই বললে চলে। আইএমডি-এর খবর অনুসারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, নবান্নের পক্ষ থেকে ৭ জেলা প্রশাসনের জন্য বন‍্যা সতর্কতা জারি করে হয়েছে।

গতকাল, ছুটির দিনে জেলা প্রশাসকদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি। আজ, মঙ্গলবার সকালে ডিভিসি ১,০০,০০০ কিউসেক জল ছাড়ে। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের। সাত জেলার জেলাশাসককে মুখ্য সচিব নির্দেশ দেন, 'আপনারা এলাকা এলাকা পরিদর্শন করুন। যেখানে যেখানে জল জমছে বা বন্যার মত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই এলাকাগুলি পরিদর্শন করুন। প্রয়োজনে এসপি সহ জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে যান। যে এলাকা গুলি তে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসুন। এলাকায় এলাকায় পরিদর্শন করুন।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ; ডিভিশন বেঞ্চে অভিষেক

 ২:১৭ PM     kolkata     No comments   

 

বিচারপতি অমৃতা সিনহা-র নির্দেশ চ্যালেঞ্জ করে আজই ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দোপাধ্যায়। ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন ফের আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চে এই ইস্যুতে আজই দৃষ্টি আকর্ষণ করা হবে। এর পাশাপাশি আজই শুনানির আবেদন রাখা হতে পারে অভিষেকের আইনজীবীদের তরফে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে বলেন, "৩ অক্টোবর ইডি তদন্ত যাতে কোনওভাবেই ব্যাহত না হয় তাই নিয়ে পদক্ষেপ করবেন ইডি অধিকর্তা। 

প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিক বদল হয়েছে বিচারপতির নির্দেশে। মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ বিচারপতির। নির্দেশে বলা হয়েছে, মিথিলেশ কুমার মিশ্রকে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দ্বায়িত্ব দেওয়া যাবে না। আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে। মন্তব্য বিচারপতির। তদন্ত যাতে ব্যাহত না হয় তা দেখবেন ED অধিকর্তা, এমনই নির্দেশ বিচারপতির। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates