Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

১০ বছর অপেক্ষার পর কামদুনিকাণ্ডে 'লঘু দণ্ড'!

 ৪:৪৫ PM     kolkata     No comments   

১০ বছর বুকে পাথর রেখে অপেক্ষায় ছিলেন গোটা কামদুনি। অবশেষে শুক্রবার রায় জানাল হাইকোর্ট। যেই রায়ে চরম হতাশ কামদুনি। সকলেই মনে করছেন গুরু পাপে 'লঘু দণ্ড' হাইকোর্টের।

শুক্রবার হাইকোর্ট তাঁর রায়ে জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত আনসার আলি মোল্লা এবং সইফুল আলি মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমিন আলী মুক্তি পেয়েছেন যার ফাঁসির সাজা হয়েছিল নিম্ন আদালতে।এছাড়াও ইমানুল হক, ভোলানাথ নস্কর এবং আমিনুর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মুক্তি দেওয়া হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিশ্বকাপে ভারতীয় দলে খারাপ খবর; ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল

 ১:০১ PM     Sports     No comments   

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা। এবার ডেঙ্গি আতঙ্ক ক্রিকেট বিশ্বকাপেও। ভারতীয় দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ। তার আগে গিলের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। 

ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ। বর্তনানে জ্বরে যথেষ্ট কাবু গিল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

সবসময় চিকিকৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়াক বিরুদ্ধে চেন্নাই ম্যাচের আগে গিল সুস্থ হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। শুক্রবার গিলের আবার রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদান্ত নেবেন চিকিৎসকরা। কিন্তু ২ দিনের মধ্যে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে উঠে রবিবার গিল মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধরনা চলবে: অভিষেক

 ৯:৩৫ PM     kolkata     No comments   

তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও নির্ধারিত সময়ে রাজভবনে নেই রাজ্যপাল। আজ, বৃহস্পতিবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচি আংশিকভাবে পালিত হলেও নতুন করে  কর্মসূচি ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানালেন, "যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে, তাঁর কাছে আমাদের দাবিদাওয়া পেশ করতে পারব, ততক্ষণ আমাদের এই ধরনা চলবে।

আমি নিজে এখানেই রাত কাটাব।"  তবে তার আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজভবনে পৌঁছে বাইরে থেকেই একটি স্মারকলিপি জমা দেবেন। গত মঙ্গলবার সময় দিয়েও দিল্লির কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে  সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতি। উলটে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর প্রতিবাদে সেদিনই অভিষেক ঘোষণা করেছিলেন, ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একই দাবিতে রাজভবন অভিযান হবে, সঙ্গে থাকবেন ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষরা। রাজ্যপালের কাছে দাবিদাওয়া তুলে ধরা হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়; সব নথি মঙ্গলবারের মধ্যেই জমা দিতে নির্দেশ

 ৪:২৮ PM     kolkata     No comments   

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে। আর সেই নথি জমা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যেই।। কলকাতা হাই কোর্ট এই ইস্যুতে জানিয়েছে, অভিষেককে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না। তবে একই সঙ্গে ইডিকে আদালত বলেছে, নথিতে সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে।

কিন্তু তলব করার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে অভিষেককে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক। সেই মামলারই শুনানি ছিল আজ, বৃহস্পতিবার।  দীর্ঘ ক্ষণ ধরে চলে শুনানি পর্ব। শেষে রায়দান স্থগিত রাখলেও মৌখিক ভাবে কিছু পর্যবেক্ষণের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ। 

বেঞ্চ বলে, "আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

দিল্লি থেকে কলকাতায় ফিরে কী বললেন অভিষেক?

 ৯:১১ PM     kolkata     No comments   

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন,  'গিরিরাজ সিং যে দাবিটা করছেন, সেই দাবি এক মিনিটে নস্যাৎ যদি করতে দিতে হয়,সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা উচিত'। বকেয়া আদায়ের লক্ষ্যে 'মিশন দিল্লি'। গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিন বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণ, দোলাদের তুলে নিয়ে যায় পুলিস। রাতেই অবশ্য ছাড়া পান সকলে।  

বাইরে ততক্ষণে ভিড় জমে গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের।

বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, 'আমরা ৬টা পৌঁছেছি পৌঁছয় কৃষিভবনে। প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করার পর, আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। দু'জনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তখন নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তারা এসে বললেন এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন। উনি যদি অপেক্ষাই করেছেন, আমরা তো অপেক্ষা করার সময়ে ৪ টে ফেসবুক লাইভ করেছি, ইনি করেননি কেন'?

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'যারা বউকে, মাকে ধরে টানে...', অভিষেক-পত্নী রুজিরাকে ED তলবে প্রতিক্রিয়া ফিরহাদের

 ৫:০৭ PM     kolkata     No comments   

মিশন দিল্লি শেষ হয়েছে গতকাল। কিন্তু এখনও রাজধানী দিল্লি ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তাঁকে ও তৃণমূলের বেশ-কয়েকজন নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন, এবার কেন্দ্রীয় এজেন্সির ডাক অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকেও নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর।

প্রসঙ্গত, আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছিল অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। 

ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি। 

বুধবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ বলেন, "আগে একটা কথা ছিল, জো ডর গয়া, ওহ্ মর গয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এত ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার? কারণ হচ্ছে, তৃণমূল যেভাবে বাংলায় ওদের পরাজিত করেছে, তাতে নাকানি চোবানি খেয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এত অপদস্থ বোধহয় আর কোথাও হতে হয়নি।"ফিরহাদ আরও বলেন, "২০০ পার বলেছিলেন, পগার পার হয়ে গিয়েছে। এটাই রাগের মূল কারণ। এখন বাংলা যখন I.N.D.I.A জোটে এগিয়ে যাচ্ছে, জোটের সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে অভিষেককে, তাতে ভয় পেয়েছে ওরা। ভাবছে এই বার্তা যদি গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে মোদি সাহেব ক্ষমতায় ফিরবেন না নিশ্চিত। সেই ভয়ে এখন মরণঝাঁপ। তাই অভিষেককে আটকাও।"

প্রাথমিক দুর্নীতি মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তলব করা হয়েছে রুজিরাকেও। সেই নিয়ে ফিরহাদের বক্তব্য, "একজনের বাড়ির লোকজনকে হেনস্থা করছেন আপনি। যারা বউকে, মাকে ধরে টানে, তাদের কাপুরুষ বলা হয়। সেই কাজটা এখন নরেন্দ্র মোদি সরকার করছে। এটাকে ধিক্কার জানাই। এমন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে লজ্জাবোধ হচ্ছে।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার ভারতের হাতে এল প্রথম দুই আসন বিশিষ্ট তেজস বিমান!

 ৪:৫৪ PM     India     No comments   

এবার ভারতের হাতে এল প্রথম দুই আসন বিশিষ্ট তেজস বিমান। বুধবার হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড এই অত্যাধুনিক তেজস ট্রেনার বিমানটি তুলে দেয় বায়ুসেনার হাতে। দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরিতে আরও এক ধাপ এগল দেশ।  

এই বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, দুই আসন বিশিষ্ট এই অত্যাধুনিক তেজস প্রশিক্ষণ বিমানে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বায়ুসেনার প্রশিক্ষণে সাহায্যের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতেও কাজে লাগানো যাবে এই বিমানটিকে। এর আগে ভারতের হাতে ছিল সিঙ্গল সিট তেজস যুদ্ধবিমান। এবার দেশের মাটিতেই তৈরি হল টুইন সিট তেজস। 

এদিন এই যুদ্ধবিমান হস্তান্তর করার জন্য বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকসের সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট। বায়ুসেনার হাতে এই তেজস তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে নতুন পালক যুক্ত হল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates