১০ বছর বুকে পাথর রেখে অপেক্ষায় ছিলেন গোটা কামদুনি। অবশেষে শুক্রবার রায় জানাল হাইকোর্ট। যেই রায়ে চরম হতাশ কামদুনি। সকলেই মনে করছেন গুরু পাপে 'লঘু দণ্ড' হাইকোর্টের।
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপে ভারতীয় দলে খারাপ খবর; ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা। এবার ডেঙ্গি আতঙ্ক ক্রিকেট বিশ্বকাপেও। ভারতীয় দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ। তার আগে গিলের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।
ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ। বর্তনানে জ্বরে যথেষ্ট কাবু গিল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধরনা চলবে: অভিষেক
তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও নির্ধারিত সময়ে রাজভবনে নেই রাজ্যপাল। আজ, বৃহস্পতিবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচি আংশিকভাবে পালিত হলেও নতুন করে কর্মসূচি ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানালেন, "যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে, তাঁর কাছে আমাদের দাবিদাওয়া পেশ করতে পারব, ততক্ষণ আমাদের এই ধরনা চলবে।
অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়; সব নথি মঙ্গলবারের মধ্যেই জমা দিতে নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে। আর সেই নথি জমা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যেই।। কলকাতা হাই কোর্ট এই ইস্যুতে জানিয়েছে, অভিষেককে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না। তবে একই সঙ্গে ইডিকে আদালত বলেছে, নথিতে সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে।
বেঞ্চ বলে, "আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে।"
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
দিল্লি থেকে কলকাতায় ফিরে কী বললেন অভিষেক?
দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'গিরিরাজ সিং যে দাবিটা করছেন, সেই দাবি এক মিনিটে নস্যাৎ যদি করতে দিতে হয়,সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা উচিত'। বকেয়া আদায়ের লক্ষ্যে 'মিশন দিল্লি'। গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিন বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণ, দোলাদের তুলে নিয়ে যায় পুলিস। রাতেই অবশ্য ছাড়া পান সকলে।
বাইরে ততক্ষণে ভিড় জমে গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের।
'যারা বউকে, মাকে ধরে টানে...', অভিষেক-পত্নী রুজিরাকে ED তলবে প্রতিক্রিয়া ফিরহাদের
মিশন দিল্লি শেষ হয়েছে গতকাল। কিন্তু এখনও রাজধানী দিল্লি ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তাঁকে ও তৃণমূলের বেশ-কয়েকজন নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন, এবার কেন্দ্রীয় এজেন্সির ডাক অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকেও নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।
বুধবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ বলেন, "আগে একটা কথা ছিল, জো ডর গয়া, ওহ্ মর গয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এত ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার? কারণ হচ্ছে, তৃণমূল যেভাবে বাংলায় ওদের পরাজিত করেছে, তাতে নাকানি চোবানি খেয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এত অপদস্থ বোধহয় আর কোথাও হতে হয়নি।"ফিরহাদ আরও বলেন, "২০০ পার বলেছিলেন, পগার পার হয়ে গিয়েছে। এটাই রাগের মূল কারণ। এখন বাংলা যখন I.N.D.I.A জোটে এগিয়ে যাচ্ছে, জোটের সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে অভিষেককে, তাতে ভয় পেয়েছে ওরা। ভাবছে এই বার্তা যদি গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে মোদি সাহেব ক্ষমতায় ফিরবেন না নিশ্চিত। সেই ভয়ে এখন মরণঝাঁপ। তাই অভিষেককে আটকাও।"
প্রাথমিক দুর্নীতি মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তলব করা হয়েছে রুজিরাকেও। সেই নিয়ে ফিরহাদের বক্তব্য, "একজনের বাড়ির লোকজনকে হেনস্থা করছেন আপনি। যারা বউকে, মাকে ধরে টানে, তাদের কাপুরুষ বলা হয়। সেই কাজটা এখন নরেন্দ্র মোদি সরকার করছে। এটাকে ধিক্কার জানাই। এমন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে লজ্জাবোধ হচ্ছে।"
এবার ভারতের হাতে এল প্রথম দুই আসন বিশিষ্ট তেজস বিমান!
এবার ভারতের হাতে এল প্রথম দুই আসন বিশিষ্ট তেজস বিমান। বুধবার হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড এই অত্যাধুনিক তেজস ট্রেনার বিমানটি তুলে দেয় বায়ুসেনার হাতে। দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরিতে আরও এক ধাপ এগল দেশ।
এই বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, দুই আসন বিশিষ্ট এই অত্যাধুনিক তেজস প্রশিক্ষণ বিমানে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বায়ুসেনার প্রশিক্ষণে সাহায্যের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এদিন এই যুদ্ধবিমান হস্তান্তর করার জন্য বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকসের সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট। বায়ুসেনার হাতে এই তেজস তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে নতুন পালক যুক্ত হল।