কলকাতা হাই কোর্টের নির্দেশে কামদুনি কাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত বেকসুর খালাস। এই রায়ে খুশি নন নির্যাতিতার পরিবারের কেউ, কামদুনির প্রতিবাদীরাও। হাই কোর্টের রায়কে হাতিয়ার করেই চলছে শাসক-বিরোধী জোর চাপানউতোর। মঙ্গলবার কামদুনি থেকে কলকাতায় আছড়ে পড়ে এই প্রতিবাদের ঢেউ। কামদুনিতে মিছিল করে বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
১০০ দিনের কাজের টাকা নিয়ে জনস্বার্থ মামলা;হলফনামা তলব আদালতের
১০০ দিনের কাজের টাকা নিয়ে জোড়া জনস্বার্থ মামলার হাইকোর্টে শুনানি ছিল এদিন। এই মামলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের হলফনামা তলব করল আদালত। রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্টের উপর কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র?
একশো দিনের কাজের মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় আজ, মঙ্গলবার। জোড়া জনস্বার্থ মামলার শুনানি মঙ্গলবার। রজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এই নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না রাজ্য। এটি একটি জনস্বার্থ মামলা। আমরা চাই রাজ্যের আসল উপভোক্তারা যেন প্রকল্পের সুবিধা পান। রাজ্যকে কখনও ভুল করে না এটা আমি বলব না। কিছু ভুল হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয় অনেক রাজ্যের ক্ষেত্রেই হয়। প্রশ্ন হল, রাজ্য যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠিয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাল না কেন্দ্র?"
মামলায় তাদের বক্তব্য জানাতে সময় চায় কেন্দ্র। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী সওয়াল করে জানান, "কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তদন্তের বিস্তারিত রিপোর্ট বলছে, ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এই প্রকল্পে ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোনও অডিট রিপোর্ট দেওয়া হয়নি।"
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
'আমি রাজনীতি ছেড়ে দেব' রাগে ফেটে পড়লেন ফিরহাদ
"আমি কী এমন অপরাধ করেছি? চুরি করেছি? চোর?" গতকাল প্রায় গোটা দিন তল্লাশি শেষে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ হাকিম। টানা সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি শেষে সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি ছাড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দল।
সাংবাদিকদের মুখোমুখি কার্যত অভিমানে, ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। তাঁর প্রশ্ন, "আদর্শ নিয়ে রাজনীতি করার পরেও, কেন বারবার হেনস্থার শিকার তিনি? ফিরহাদ বলেন, "মানুষের পাশে দাঁড়িয়েছি এটাই আমার অপরাধ। পৌর নিয়োগের কোন ফাইল পৌর মন্ত্রীর কাছে আসে? কীসের জন্য এটা? বারবার বলছে চোর চোর? বামফ্রন্ট আমলে লড়াই করেছি মার খেয়েছি। এই অপবাদ পাইনি কখনও। একটা লোক বলে দিক। আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে মানুষকে সেবা করেছি।"
প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই মেয়রের বাড়িতে সিবিআই হানা বলেই জানা গিয়েছে গতকাল দুপুরেই সিবিআই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফিরহাদ কন্যা।
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের!
চাপের মুহূর্তে বিরাট কোহলি ও কেএল রাহুলের অনবদ্য ব্যাটিং দেখল গোটা ক্রিকেট দুনিয়া। চিপকে লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। মাত্র ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় দলের টপ অর্ডারের ৩ ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান। কঠিন পরিস্থিতি থেকে ব্যাট করে দলকে সহজ জয় এনে দিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। এদিন চিপকে প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের।
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ইডির দফতরে হাজিরা দিলেন না অভিষেকের মা!
শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে উপস্থিত হওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের। লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার নথি, তথ্য, দলিল, সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছিল।
ফের রাজ্যপালকে আক্রমণের রাস্তায় হাঁটলেন অভিষেক!
'হঠাৎ করে আপনি আবার দিল্লি পালিয়ে গেলেন কেন? কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন'? ধরনামঞ্চ থেকে ফের রাজ্যপালকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'কাল বিকেল সাড়ে ৫টা দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে দলের ২-৩ জনকে পাঠাব। তবে রাজ্যপালকে এখানে এসেই আমার সঙ্গে দেখা করতে হবে।
দিল্লিকাণ্ডে আঁচ এবার কলকাতায়। রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, শুক্রবার সেই কর্মসূচির দ্বিতীয়দিন। অভিষেক বলেন, 'আমাদের সকালে একটা ই-মেল পাঠানো হয়েছে যে, রাজ্যপাল ব্যস্ত রয়েছেন। রাজ্যপাল উত্তরবঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি দল যদি, শিলিগুড়ি বা কলকাতায় দেখা করতে চাই, তাহলে আমরা যেমন চাই, উনি সেটা করবেন'।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে পাল্টা বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। বিবৃতিতে উল্লেখ, 'রাজ্যপাল তিনি জমির মানে মাটি মাটির কাছাকাছি গিয়েছিলেন সেটা কখনই জমিদারি নয়। জমির কাছাকাছি না গিয়ে শহরের রাজপ্রাসাদ থেকে বন্যা কন্ট্রোল করা সেটা হচ্ছে নিউ জমিদারি'। সঙ্গে বার্তা, 'ঘেরাও নয়, ঘর আও'।
এদিন অভিষেক বলেন, 'প্রথমত এটা ঘেরাও নয়। ঘেরাও তো গেটে হয়। আমরা গেট থেকে অনেকটা দূরে রয়েছি। রাজভবনে দশটা গেট রয়েছে। আমরা কোনও গেটের বাইরে বসে নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, বাংলার অধিকার,বাংলার প্রাপ্য আদায়র করার স্বার্থে। ঘর আও উনি বলছেন, উনি নিজেই ঘরে নেই। আমি ঘরে কী করে যাব? যে নিজেই ঘরে নেই। সে আমাকে ঘরে ডাকে কী করে'।
১০ বছর অপেক্ষার পর কামদুনিকাণ্ডে 'লঘু দণ্ড'; সুপ্রিম কোর্টে যাচ্ছে সিআইডি
কামদুনি মামলা এবার সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করার সিদ্ধান্ত নিল সিআইডি। এর পাশাপাশি, ডিআইজির নেতৃত্বে গঠন করা হচ্ছে টিম। খুব তাড়াতাড়ি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন সেই টিমের সদস্যরা।
১০ বছর পার। কামদুনিকাণ্ডে নিম্ন আদালতে যার ফাঁসি সাজা হয়েছিল, তাকে এবার বেকসুর খালাস করে দিল হাইকোর্ট! ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল বাকি দু'জনকে। রেহাই পেয়ে গেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। কেন? আদালতের রায়ে চরম হতাশ নির্যাতিতার বাবা-দাদা ও দুই বান্ধবী টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। আদালতে চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।