ভাল খবর। পুজোর আগেই বর্ষা বিদায়। মহালয়া একদিন দেবিপক্ষের শুরুতে বৃষ্টি নেই কলকাতায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললে চলে। ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। শুকনো আবহাওয়া উইকেন্ডে।
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
ভাল খবর; হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান
এখন কিছুটা সুস্থ শুভমন গিল। সূত্রের খবর, আজ চেন্নাই থেকে বিশেষ বিমানে আহমেদাবাদ রওনা দেবেন এই ভারতী ওপেনার। বৃহস্পতিবার দিল্লি থেকে পাকিস্তান ম্যাচ খেলতে আহমেদাবাদ যাবে রোহিত বাহিনী।
সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিষেক পত্নী রুজিরার!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। একি সাথে, লিপ্স এন্ড বাউন্ডস কোম্পানির প্রাক্তন ডিরেক্টর তিনি। ইডির জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে নানা ধরণের প্রশ্ন, তিনি কী কী দায়িত্ব পালন করতেন?
একইভাবে এই কোম্পানি ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিশেষ কারণ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন।
এবার যুদ্ধের বলি শিশুরা; ইজরায়েলের ভূ-খণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে মুণ্ডুহীন দেহ
'যুদ্ধ নয়, এটা গণহত্যা'। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের বলি শিশুরাও। ইজরায়েলের ফার আজা কিবুত্জ এলাকায় পাওয়া গেল ৪০ দেহ। বেশ কয়েকটি আবার মণ্ডুহীন। এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জেরুসালেম এবং গাজা স্ট্রিপ কার দখলে থাকবে?
গত শনিবার আচমকাই ইজরায়েলের ভূ-খণ্ডে ঢুকে পড়ে হামাস বাহিনী। দেশের দক্ষিণ প্রান্তে ফার আজা কিবুত্জ এলাকায় অতর্কিতে হামলা চালায় তারা। যুদ্ধবিধ্বস্ত সেই এলাকায় অবশেষে পা পড়ল ইজরায়েলি সেনার। গোটা এলাকা ঘুরিয়ে দেখানো হল সাংবাদিককেও। যাঁরা গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন, 'পরিস্থিতি ভয়াবহতা দেখে শিউড়ে উঠেছেন সেনা-জওয়ানরা। প্রতিটি ঘরে শিশুদের মুণ্ডু কাটা দেহ! বিছানাতেই গুলি করে খুন করা হয়েছে পরিবারের সদস্যদেরও'।
শুভমানের পর ফের বাজে খবর; চোট রোহিতের
শুভমান গিলের পর ফের বাজে খবর ভারতীয় শিবির থেকে। আফগানিস্তান ম্যাচের আগে অনুশীলনে গিয়েই বিপাকে অধিনায়ক রোহিত। নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়। রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার।
বাবা সুস্থ আছেন; জানালেন অমর্ত্য-কন্যা নন্দনা
অমর্ত্য সেন সুস্থ আছেন। অমর্ত্য কন্যা নন্দনার ট্যুইটের পরে উৎকণ্ঠার মুহূর্ত কাটল বিশ্ববাসীর। মঙ্গলবার বিকেল থেকে হঠাৎই এক্স হ্যান্ডেলে খবর ছড়ায়, প্রয়াত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে না করে দিল জেল কর্তৃপক্ষ!
প্রেসিডেন্সি জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একবছর তিন মাস জেলবন্দি আছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার ইডির বিশেষ আদালতে এদিন পার্থ – অর্পিতার ভার্চুয়াল প্রোডাকশন ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডি বিশেষ আদালতে জেলে থেকে ভার্চুয়াললি হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। বিচারক জানতে চান অর্পিতার কিছু বলার আছে কিনা। অর্পিতাও অসুস্থতার কথা জানান। তাঁর দাঁতে ব্যথা হচ্ছে। জেলে চিকিৎসা হলেও পুরো উপশম হচ্ছে না। এর পরেই বিচারক বলেন, জেলে কর্তৃপক্ষের থেকে যিনি ছিলেন তাঁকে অর্পিতার চিকিৎসা নিয়ে বলেন। তিনি বলেন দরকারে আউটডোর চিকিৎসা করবেন সেই বিষয়টা দেখতে।