ডেঙ্গি থেক মুক্ত হতেই চেন্নাই থেকে সরাসরি আহমেদাবাদে পৌছে গিয়েছিলেন শুভমান গিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিল অনুশীলন শুরু করেছেন তিনি। আর এর পরেই আশার আলো দেখা গিয়েছিল তাঁর খেলা নিয়ে। তবে শুভমান গিলকে নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি ছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সব ডেঙ্গি থেকে সেরে ওঠায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেব রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়রা।
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
পার্থকে ফের জেলে গিয়ে জেরা CBI-এর; তিনি নাকি কিছুই জানেন না
সংশোধনাগারে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার সকাল সকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হন সিবিআইয়ের দুই তদন্তকারী আধিকারিক। তারপরে শিক্ষক দুর্নীতি মামলার বিষয়ে দীর্ঘক্ষণ পার্থকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এই গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়।
শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চেয়ে গত বুধবার আলিপুর আদালতের বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, "প্রত্যেকদিন তদন্তের অগ্রগতি হচ্ছে। তাতে নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে সিবিআই জেলে গিয়ে জেরা করতে চায়। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আর সেই নির্দেশ অনুসারে তিন দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে হবে। জেরার সময় ভিডিওগ্রাফি করতে হবে।" সিবিআইয়ের সেই আর্জিতে সায় দেয় আলিপুর আদালত। তারপরেই শুক্রবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁদের মধ্যে তদন্তকারী অফিসারও ছিলেন। এদিন প্রায় দু-ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গোটা প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও হয় বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু নতুন তথ্য নতুন আঙ্গিক উঠে এসেছে সাম্প্রতিক তম তদন্ত প্রক্রিয়ায়। তার ভিত্তিতেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগ; তদন্তে সেবি
আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগ সামনে এল। এবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আদানির সংস্থার বিরুদ্ধে। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগে আদানিদের বিরুদ্ধে এই মামলারও তদন্ত শুরু করেছে সেবি। এমন খবর পাওয়া গিয়েছে রয়টার্স সূত্রে। সূত্রের খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি লগ্নি তহবিলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে সেবি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট।
গেরুয়া শিবিরের কোন্দল, সল্টলেকের পার্টি অফিসে তুলকালাম
লোকসভা ভোট যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপিতে কোন্দল ততই বাড়ছে। এবার বারাসত সাংগঠনিক জেলার কোন্দল আছড়ে পড়ল বিজেপির সল্টলেকের অফিসে। বুধবার বিকেলে তুলকালাম চলল সল্টলেক অফিসে। রাজ্য নেতাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ ও ক্ষোভ উগরে দিল বারাসাত সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা। বারাসাত জেলার সভাপতির অপসারণের দাবিতে এদিন দলের বিক্ষুব্ধ কর্মীরা কার্যত তাণ্ডব চালাল বিজেপি অফিসে। বাঁশ ও ইট দিয়ে মূল ফটকের তালা ভাঙে বিক্ষোভকারীরা। কেউ কেউ গেট ও পাঁচিল টপকে অফিস চত্ত্বরে ঢুকে পড়ার চেষ্টা করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরনায় উপাচার্য!
ফের ধরনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার ধরনা দিচ্ছেন খোদ অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। সঙ্গে রয়েছে ইসি তথা কর্মসমিতির কয়েকজন সদস্য। তাঁদের দাবি, কর্মসমিতি চলাকালীন একটানা স্লোগান দিতে থাকেন পড়ুয়াদের একাংশ।
এই প্রথমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক!
কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসেই আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। যা বাংলার ইতিহাসে নজিরবিহীন বলা চলে। এর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক হয়নি। উল্লেখ্য, চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
৫০ শতাংশ কমে গেল এবারের টেট পরীক্ষার্থীর সংখ্যা!
নজিরবিহীন ভাবে এবারের টেটে কমে গেল পরীক্ষার্থীর সংখ্যা। গত বারের টেট-এ আবেদনকারীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯০ হাজার। এবার কমে তা দাঁড়াল ৩ লক্ষ ১০ হাজারে। হিসেব বলছে প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে আবেদনকারীর সংখ্যা।
যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে। যদিও পর্ষদের দাবি, এবার যেহেতু বিএড-এর উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিকের টেট দিতে পারবে না তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা। তবে যেহেতু টেট উত্তীর্ণদের এখনও পর্যন্ত নিয়োগের প্রক্রিয়া বারবার থমকেছে তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা। এমনটাই মনে করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ।