Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মহকুমা হল ধূপগুড়ি, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

 ৮:৫০ PM     kolkata     No comments   

অবশেষে মহকুমা হল ধূপগুড়ি। বৃহস্পতিবার সুখবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী। এতদিন মহকুমা হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা ছিল। তা মিটতেই মহকুমার তকমা পেল জলপাইগুড়ির এই ব্লক। এতদিন এখানকার বাসিন্দাদের প্রশ্ন ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও কেন মহকুমার মর্যাদা দেওয়া হচ্ছে না ধূপগুড়িকে। নতুন বছরে সেই প্রশ্নের অবসান ঘটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর এই ঘোষণায় খুশি ধূপগুড়িবাসী। 

এতদিন ধূপগুড়ি ছিল ব্লক। কোনও ব্লককে মহকুমা ঘোষণা করতে হলে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইন বিভাগের অনুমতি দরকার। পরিকাঠামো উন্নয়নে আগেই কাজ শুরু হয়েছিল। ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা ঘোষণা হওয়ার কথা ছিল। তবে আইন বিভাগের অনুমতি এতদিন মিলছিল না। ফলে ২০২৩ সালে মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি ধূপগুড়ি। এবার সেসব জটিলতা কাটিয়ে অন্তিম অনুমোদন পাওয়া গিয়েছে। ফলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বদলে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়!

 ৮:৩৭ PM     kolkata     No comments   

চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। কিন্তু, এর মাঝেই বড় ঘোষণা করল পর্ষদ এবং সংসদ। জানা গিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায়।

তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে টানা ১০ দিন। পরীক্ষা শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৪। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।চলতি বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা। পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নির্বাচনের আগে রাজ্যজুড়ে ব্লক সভাপতি বদল তৃণমূলের!

 ১২:৩৭ PM     kolkata     No comments   

কেউ একাধিক অভিযোগে বিদ্ধ। কেউ সংগঠনের পদে থেকেও তেমনটা সক্রিয় নয়। লোকসভার আগে এই ধরনের একাধিক ব্লক সভাপতিকে ছেঁটে ফেলল তৃণমূল নেতৃত্ব। 

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে রাজ্যের সমস্ত সংসদীয় এলাকায় ব্লক সভাপতি পর্যায়ের সংগঠনকে শক্ত ভিতের উপর ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম‌্যান মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে বুধবারই বিভিন্ন সাংগঠনিক জেলার বেশ কয়েকটি সংসদীয় ক্ষেত্রের ব্লক সভাপতি ঘোষণা করেছে দল। 

নবীন ও প্রবীণ সমন্বয়ে এই তালিকা প্রকাশের পাশাপাশি সবাইকে ঐক‌্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতির কর্মসূচিতে নেমে পড়ার নির্দেশ দিয়েছে রাজ‌্য তৃণমূল নেতৃত্ব।

এদিন যে সমস্ত সাংগঠনিক জেলার ব্লক সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ‌্য হল–কোচবিহার, উত্তর দিনাজপুর, আরামবাগ, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুর, তমলুক, কাঁথি, রানাঘাট, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, মালদহ, ঝাড়গ্রাম, জঙ্গিপুর, জলপাইগুড়ি, হাওড়া গ্রামীণ ও শহরতলি, হুগলি-শ্রীরামপুর, ঘাটাল, দক্ষিণ দিনাজপুর। 

স্থানীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলাভিত্তিক তথ‌্য সংগ্রহ করেই দলীয় শীর্ষ নেতৃত্ব নতুন ব্লক সভাপতিদের তালিকা ঘোষণা করেছে। তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে, বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় নানা অভিযোগে অভিযুক্ত এবং দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়দের এবারে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব মেনে নিচ্ছে, নবীন এবং প্রবীণ দুই শিবিরের মধ্যে সমন্বয় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে মিসাইল হামলা পাকিস্তানের!

 ১২:২৮ PM     International     No comments   

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান। যুদ্ধের দামামা বাজিয়ে পড়শি দেশে বালোচ বিদ্রোহীদের ঘাঁটিকে নিশানা করেছে পাক ফৌজ। এমন খবর সূত্রের। কয়েকদিন আগেই পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান।

এদিন তারই বদলা নিল ইসলামাবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় চার শিশু-সহ অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ইরানে দুটি বালোচ বিদ্রোহী সংগঠনের ঘাঁটিকে নিশানা করে পাকিস্তানি সেনাবাহিনী।  'বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট' ও বালোচিস্তান লিবারেশন আর্মি-র ছাউনিতে আছড়ে পড়ে পাক ফৌজের ক্ষেপণাস্ত্র। এই হামলায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দিন দুয়েক আগেই পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। এদিন তারই বদলা নিল ইসলামাবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে দুই পড়শি মুসলিম দেশের মধ্যে দাউদাউ করে যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বরফ

 ১২:১০ PM     kolkata     No comments   

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যেই ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল প্রায় তিন ডিগ্রি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

এর পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার দক্ষিণবঙ্গের। বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্ত ভাবে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

আমাকে ওরা এত মেরেছে, মাটিতে বসতে পারি না: মমতা

 ৭:৫০ PM     kolkata     No comments   

সেই বাম জমানা থেকে লড়াকু বিরোধী নেত্রী হিসেবে তাঁর পরিচয়। মাঠে-ময়দানে দাপিয়ে রাজনীতি করেছেন। তারপর দীর্ঘ তিন দশকের বাম রাজত্বের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'আমাকে এত মেরেছে, আমি মাটিতে বসতে পারি না।' এদিন গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে সময় কাটানোর সময় মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরও ইচ্ছে সকলের সঙ্গে বসে 'লঙ্গর' করার। অর্থাৎ, সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর শারীরিক সমস্যার কথা। 

এদিন সন্ধেয় গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে হালুয়া খেয়ে যাবেন বলেও জানালেন মমতা। সেই সময়ই সকলের সঙ্গে 'লঙ্গর' করার ইচ্ছাপ্রকাশ করে মমতা বললেন, 'আমি একদিন আপনাদের সঙ্গে বসে লঙ্গড় করব। কিন্তু আমি নীচে বসতে পারব না। আপনাদের অনুমতি থাকলে, চেয়ারে বসে লঙ্গড় করব। কখনও না কখনও তো সুযোগ আসবে।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজনীতিতে পা দিচ্ছেন রচনা?

 ৭:৪০ PM     kolkata     No comments   

হঠাৎই নবান্নে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী এবার রাজনীতিতে পা রাখছেন দিদি নাম্বার ওয়ান? লোকসভা ভোটের আগে রচনার নবান্নে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা।

তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছেন, 'দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।' 

তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়। এর আগেও একুশের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, রচনা নাকি তৃণমূলে যোগদান করছেন। সেবারও এই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দিদি নম্বর ওয়ান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates