Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চার দশকের অপেক্ষা শেষ; ভারতকন্যারা বিশ্বচ্যাম্পিয়ন

 ১২:১৭ AM     Sports     No comments   

 


যত ক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন, তত ক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও দুরন্ত শতরান করলেন উলভার্ট। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় শাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল তারা।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারাল ভারত। ব্যাটে-বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। ফলে খেলা শুরু হতে দু'ঘণ্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনও অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনও ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলাল না। প্রতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন শেফালি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২ নভেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত!

 ৯:০০ PM     Sports     No comments   


তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এদিনের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বের করে নিয়েছেন সূর্যেরা।

জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী।
ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তাঁর সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ম্যাথু শর্ট। তিনি খেলেন ১৫ বলে ৬৪ রানের ইনিংস। মারেন ২টি চার এবং ১টি ছক্কা। তাঁর সঙ্গে ছিলেন জ়েভিয়ার ব্রাটলেট (২ বলে ৩)। ভারতের সফলতম বোলার অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নিলেন। ৩৩ রানে ২ উইকেট বরুণের। এ ছাড়া শিবম দুবে ৪৩ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা। তবে বড় রান পেলেন না। ১৬ বলে ২৫ রান করেন তিনি। ২টি করে চার এবং ছয় মারেন তিনি। রান পেলেন না আর এক ওপেনার শুভমন গিলও। সহ-অধিনায়কের ব্যাট থেকে এল ১৫ রান। অধিনায়ক সূর্যও ১১ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। বড় রান পাননি তিলক বর্মা (২৯), অক্ষর পটেলও (১৭)। সকলেই আউট হয়েছেন আগ্রাসী হতে গিয়ে। শেষে ভারতীয় ইনিংসকে ভরসা দেয় এ দিন প্রথম খেলতে নামা জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের ব্যাটে ভর করেই সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে। মারলেন ৩টি চার এবং ৪টি ছক্কা। জীতেশের ব্যাট থেকে এল ১৩ বলে ২২ রানের অপরাজিত ইনিংস। ৩টি চার মেরেছেন তিনিও। তাঁদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠেছে ৪৩ রান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এসএসসির একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ; ফলাফল প্রকাশ কবে?

 ৬:৪৫ PM     kolkata     No comments   

 


চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম-দশমের ফলাফল ঘোষণা করা হবে। কমিশন সূত্রের খবর, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। ১৯৯৭ সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

শুরু থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া চলত আঞ্চলিক ভাবে। সেই প্রক্রিয়ায় বাদ সাধে অতিমারি পরিস্থিতি। কমিশন সূত্রের খবর, ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়। পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। সেগুলি হল পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে। দু-টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু-লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছেন ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এর আগে পর্যন্ত ডাকা হত ১:৪ রেশিওতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র!

 ৫:৫৮ PM     Entertainment     No comments   

 


বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে শুক্রবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়ে। আচমকা শ্বাসকষ্টের কারণে তাঁকে ICU-তে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চিন্তার কিছুই নেই।

নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, 'হ্যাঁ, ধর্মেন্দ্র বর্তমানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন, কিন্তু একেবারেই চিন্তার কোনও কারণ নেই। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। কাউকে তাঁকে সেখানে দেখতে পাওয়ায় গুজব ছড়িয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স!

 ১২:৩৬ PM     Sports     No comments   

দিন কয়েক আগেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা ক্রিকেটমহল। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। সেখানে আইসিইউ’তে পর্যন্ত রাখতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই শ্রেয়স এবার সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে শ্রেয়স আইয়ারের তৃতীয় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেই দেওয়া হয় এই খবর। তিনি যে ক্রমে সুস্থ হয়ে উঠছেন, সে কথা জানানো হয়েছে। দিন কয়েক আগে হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ-অধিনায়ক। সোশাল মিডিয়া পোস্টে পাঞ্জাব কিংসের অধিনায়ক বললেন, "আমি এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছি। তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।" সেই শ্রেয়স এখন অনেকটাই সুস্থ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মহিলাদের এক দিনের বিশ্বকাপে ইতিহাস জেমাইমার!

 ১১:৫৩ AM     Sports     No comments   

 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করার পাশাপাশি একাধিক নজির গড়েছেন জেমাইমা রদ্রিগেজ। প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করতে নেমে শতরান করেছেন এবং দলকে জিতিয়েছেন জেমাইমা।

ইতিহাস গড়েছেন তিনি। মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে নবম শতরান এসেছে জেমাইমার ব্যাট থেকে। তবে বৃহস্পতিবার শতরান করে বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে নজির গড়েছেন ভারতীয় ব্যাটার। যা এর আগে কেউ করতে পারেননি। নকআউট পর্বে রান তাড়া করতে নেমে প্রথম শতরান করেছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। ২০২২ সালের ফাইনালে তাঁর ১৪৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জেমাইমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ, বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় ব্যাটার। ব্রান্ট এবং জেমাইমা ছাড়া আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারেননি। সে দিক থেকে জেমাইমা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আদালতের নজরদারিতেই হোক ইস আই আর; আবেদন কলকাতা হাইকোর্টে

 ১১:৪০ AM     kolkata     No comments   


বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে এবার মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়ার জন্য আবেদন জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানানো হয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ায় আজই মামলা দায়ের হবে।হাইকোর্টের কাছে আবেদনে একাধিক দাবি জানিয়েছেন আবেদনকারী। তাঁর আবেদন, আদালতের নজরদারিতে হোক এসআইআর প্রক্রিয়া। বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি করা হোক। কেন এসআইআর করা হচ্ছে?

এসআইআর করার প্রয়োজন কী? বিস্তারিতভাবে যাতে জাতীয় নির্বাচন কমিশন আদালতের কাছে জানায়, সেই দাবিও জানিয়েছেন আবেদনকারী। একইসঙ্গে আবেদনে বলা হয়েছে, ২০০২-র ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর ঘোষণা করে কমিশন। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা(BLO)।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates