সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলার অভিযোগ। খাস দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইন্সের বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক 'জনশুনানি' চলাকালীন ঘটনাটি ঘটে।
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট!
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছিল, তার সব ক’টি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি খারিজ রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একটা বড় অংশ। ৫ অগস্ট সেই নিয়ে শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি।
দলে জায়গা হল না যশস্বী এবং শ্রেয়সের! কী বললেন প্রধান নির্বাচক অজিত আগরকর?
এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা হল না যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারের। দেশের অন্যতম সেরা দুই ব্যাটারের দলে না থাকা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বোদ্ধারা প্রশ্ন তুলছে। এশিয়া কাপের দল ঘোষণার পর দু-জনকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাতে ক্রিকেটীয় যুক্তির থেকে বেশি রয়েছে দল নির্বাচনে সীমাবদ্ধতার কথা। ইনিংস শুরু করতে পারেন এমন তিন জন রয়েছেন এই দলে। শুভমন গিল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। শুভমন দলের সহ-অধিনায়ক। তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন নেই। সঞ্জু রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে। সঙ্গে তাঁর অভিজ্ঞতা। তৃতীয় ওপেনারের জায়গায় লড়াই ছিল অভিষেক এবং যশস্বীর।
"নিজের মাসির সঙ্গে বিয়ের জন্য চাপ"!বিস্ফোরক অভিযোগ আমির খানের ভাই ফয়জল খানের
দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে ফয়জল খান। সিনেইন্ডাস্ট্রিতে যদিও আমির খানের ভাই বলেই তিনি বেশি পরিচিত। তবে বছরখানেক ধরে সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার দাদার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন ফয়জল। সম্প্রতি আবারও প্রকাশ্যে দুই ভাইয়ের কোন্দল!
ঝোড়ো শতরান; নির্বাচকদের বার্তা দিলেন সফররাজ খান
ওজন ঝরিয়ে আগেই একটা বার্তা দিয়েছিলেন তিনি। এ বার ব্যাট হাতেও ঝড় তুললেন সরফরাজ খান। বুচি বাবু প্রতিযোগিতায় ঝোড়ো শতরান করলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন তিনি।
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকাই বন্ধ হয়ে গেল ভর্তি প্রক্রিয়া!
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকাই বন্ধ হয়ে গেল ভর্তি প্রক্রিয়া! এমবিবিএস, বিডিএস কোর্সে আপাতত কাউকে ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্যভবনের এহেন নোটিস পেয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে NEET উত্তীর্ণরা।
প্রয়াত অভিনেতা অচ্যুত পোতদার!
ফের বলিউডে শোকের ছায়া। সোমবার গভীর রাতে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার। বলিউড মাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে থানের জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। ১৮ আগস্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। তবে খবর, মঙ্গলবার থানেতে অচ্যুৎ পোতদারের শেষকৃত্য সম্পন্ন হবে।