ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ব্রাত্য হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামিকাল শুক্রবার দমদমে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা।
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
আচমকা শ্বাসকষ্ট; হাসপাতালে বিজেপির অগ্নিমিত্রা পল
আচমকা শ্বাসকষ্ট। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই হেভি-ওয়েট বিজেপি নেত্রীর। বিজেপিতে যোগদানের পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করেন অগ্নিমিত্রা পল।
মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার!
বিজেপিশাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে শ্রমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ভারতে এ বার নিষিদ্ধ হতে চলেছে অনলাইন গেমিং!
ভারতে এ বার নিষিদ্ধ হতে চলেছে আর্থিক লেনদেনে যুক্ত সমস্ত ধরনের অনলাইন গেমিং। বুধবার এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে লোকসভায়। 'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫' নামের ওই বিলে আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের প্রচারের উপরে জরিমানা বসানোর প্রস্তাব রয়েছে।
কাম্বুলিকে নিয়ে ফের উদ্বেগ; ঠিক মত কথা বলতে পারছেন না প্রাক্তন এই ক্রিকেটার
বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার ঠিক মতো হাঁটতে পারছেন না। কথাও ভাল ভাবে বলতে পারছেন না। কাম্বলির জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তাঁর ভাই বীরেন্দ্র। প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বীরেন্দ্র।
বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ;সংসদে হেনস্তার শিকার শতাব্দী রায় ও মিতালি বাগ
বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে বিক্ষোভের মধ্যেই সংসদে হেনস্তার শিকার তৃণমূল কংগ্রেসের ২ মহিলা সাংসদ। মিতালি বাগ ও শতাব্দী রায়কে ধাক্কা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর বিরুদ্ধে। সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন মিতালি।
সরকারি কোষাগারের টাকা এভাবে পুজোতে দান করা যায় না; আদালতে সওয়াল মামলাকারীর
দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল।এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। সেই মামলা আদালতে ওঠে বুধবার (২০ অগস্ট)। সেখানে মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীর কথোপকথন দেখেনিন একনজরে। আজ অর্থাৎ বুধবার দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের দাবি, প্রতি বছর দুর্গা পুজোর আগে এই একই ইস্যুতে একটা করে মামলা করা হয়।