সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
প্রাথমিকে শিক্ষক ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ শিক্ষা দফতরের!
প্রাথমিকে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত। যে সব স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, তাঁদের পাঠানো হবে অন্যত্র। নিজের জেলাতেই বদলি করা হবে শিক্ষকদের। এমন খবর পাওয়া গিয়েছে। শিক্ষক ঘাটতি মেটাতে শিক্ষা দফতরের এই উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, বিভিন্ন স্কুলে এই মুহূর্তে ২৩ হাজার ৯৬২ জন শিক্ষকের ঘাটতি রয়েছে।
একাদশ-দ্বাদশের নিয়োগ ঘিরে ফের জটিলতা!
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের দিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই তৈরি হল নিয়োগ নিয়ে জটিলতা। শুক্রবার সন্ধ্যায় ফল বেরলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যত ঝুলে রইল অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে। ওই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ!
এসআইআর চ্যালেঞ্জ করে স্ট্যালিনের দলের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট!
বিতর্কটা ছিল প্রথম থেকেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ডিএমকের আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করছিলেন।
আগামী বছর ভারত সফরে আসার ইঙ্গিত ট্রাম্পের!
আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। ের পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে আলোচনা ভালো চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা এবং ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা কীভাবে এগিয়ে চলেছে এই প্রশ্নের জবাবে ওভাল অফিসে ট্রাম্প বলেন, "দারুণ, ভালো আলোচনা চলছে।" ট্রাম্প এও দাবি করেছেন, ভারত মূলত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, "নরেন্দ্র মোদি আমার একজন বন্ধু। আমাদের মধ্যে কথা চলছে। তিনি চাইছেন আমি ভারতে যাই।
দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ; কেন্দ্রকে কড়া নির্দেশ হাই কোর্টের
বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এমন কড়া নির্দেশ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। বকেয়া টাকা নিয়ে হলফনামা আদানপ্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। এরপরই আদালত মোদি সরকারের অবস্থান বদল। কাজ শুরু করতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...






