এই নিয়ে দশ বার। ২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
এই নিয়ে দশ বার। ২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
এসআইআর শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে। বুধবার সকালে তা নিয়েই এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, 'রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।'
সেপ্টেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ হবে। এবার সেই নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে বুধবার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণরা সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এসএসসি মামলায় আদালতে গুরুত্বপূর্ণ কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। SSC-র তরফে প্রকাশিত মেধাতালিকায় অযোগ্য প্রার্থীরও নাম থাকার অভিযোগ আগেই সামনে এসেছে। এসএসসির তরফে যে লিস্ট প্রকাশিত হয়েছে, তা ম্যানিপুলেট করার অভিযোগ। পার্ট টাইম টিচারদেরও অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার অভিযোগ!বিবিধ অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। এবার আদালতে বড় কথা জানাল কমিশন। কমিশন স্পষ্ট জানাল, এসএসসির ফল প্রকাশ হলেও ভেরিফিকেশনে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ যাবে। যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। এক পার্ট টাইম টিচারের দায়ের করা মামলায় একথায় জানাল কমিশন।
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের রক্ষাকবচ দিতে পারবে না সুপ্রিম কোর্ট। বুধবার সকালে বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশ চন্দ্র শর্মা সাফ জানান, দিল্লি থেকে কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ-আন্দোলনে নজরদারি করা সম্ভব নয়। এছাড়া এই বিক্ষোভকারী ডাক্তারদের রক্ষাকবচের নির্দেশ দিলে তা পুলিশ প্রশাসনের এক্তিয়ারে নাক-গলানোর সামিল হবে। বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ, "আমরা অনেক কিছু সামলাতে হচ্ছে। এর কোনও শেষ নেই। বরং কলকাতা হাইকোর্ট এই বিক্ষোভ-আন্দোলনে নজরদারি চালাক। সেটাই সহজ। দিল্লিতে বসে কলকাতার প্রতিবাদে নজরদারি করা কি সম্ভব ?
বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা। নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে।