নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার পর রাজ্য প্রশাসনের কাজের ভার অনেকটাই বেড়েছে। এই সময়ে উন্নয়নমূলক কাজ যাতে কোনও ভাবেই থমকে না যায়, তার জন্য সরাসরি নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার নবান্নে জেলার জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেন তিনি।
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় টেস্টে দলে নেই শুভমন;দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ
ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুভমনকে ছেড়ে দিলেন গৌতম গম্ভীরেরা। ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি শুভমানের। গুয়াহাটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। শুভমন চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বইয়ে যাচ্ছেন।
সাতসকালে কলকাতায় ভূমিকম্প; রাজ্যের বিভিন্ন প্রান্তেও টের পাওয়া গেল কম্পন
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
'আপাতত স্থগিত রাখা হোক এসআইআর';কমিশনকে চিঠি মমতার
স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বুথ লেভেল অফিসারদের উপর চূড়ান্ত হয়রানি নিয়েই মুখ্যমন্ত্রীর এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির মালে এক বুথ লেভেল অফিসারের মৃত্যু নিয়েও জাতীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিপাকে সোনিয়া গান্ধীর জামাই!
আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে গান্ধী পরিবারের জামাইয়ের যোগ খুঁজে পায় তদন্তকারী সংস্থা ইডি।
সমুদ্রে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত; বঙ্গজুড়ে কমবে শীতের আমেজ
এদিন বেলার দিকে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। ঠান্ডা হাওয়ার যে ছোঁয়া দুই, তিনদিন আগেও পাওয়া যাচ্ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। হেমন্তের হিমের পরশ কার্যত উধাও হয়ে এখন আবহাওয়ায় বসন্তের ছোঁয়া। ঠান্ডা-গরমের মিশেলে হঠাৎ করে গরমের পরিমাণ বেশি মনে হচ্ছে। হালকা ঘামের ছোঁয়াও শরীরে লাগছে। হঠাৎ এই আবহাওয়া বদলের কারণ, বঙ্গোপসাগর থেকে ঢুকছে পূবালী হাওয়া।আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরে দাপট দেখাবে কুয়াশা।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর পর জামিন পেলেন কল্যাণময়!
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর দায়ের করা মামলায় বুধবার তাঁকে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। এবার জেলমুক্তি হতে চলেছে কল্যাণময়ের। ২০১৬ সালের এসএসসি-র নিয়োগে যে দুর্নীতির অভিযোগ ওঠে, তাতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাত ছিল বলে সিবিআই অভিযোগ করে। সে সময়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন কল্যাণময়। ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন তিনি।






