বারাসত মর্গে মৃতের চোখ চুরির অভিযোগে বিক্ষোভ। তাতে আটকে যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেখানে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলেছেন মমতা। মৃতের নাম প্রীতম ঘোষ।
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র!
বলিউডে বিরাট দুঃসংবাদ। প্রয়াত হলেন বলিউডের 'হি-ম্যান'। টিনসেল টাউনে নেমে এল গভীর শোকের ছায়া। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন বীরু। আজ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় 'শোলে'র বীরু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র।
পেশোয়ারে পাক আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা বন্দুকবাজদের!
পেশোয়ারে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা বন্দুকবাজের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা।
শক্তিশালী নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় !
সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি কিছুটা থাকলেও বঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকছে। কোনও কোনও জেলায় সকালে কুয়াশার দেখা মিললেও এবং পরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তাপমাত্রায় তেমন বড়সড় পরিবর্তনও নেই। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত!
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বদল। মেয়াদ শেষ হল প্রধান বিচারপতি বিআর গভাইয়ের। আজ, ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি।
১০ হাজার নেতা-নেত্রীদের সঙ্গে আজ মেগা বৈঠক অভিষেকের!
আজ মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১০ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এদিনের এই বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত অঞ্চল। নজরে উত্তরবঙ্গের জেলাগুলি। এর আগে SIR শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। বিধায়ক, সাংসদ-সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। সম্ভবত তাঁদের পারফরম্যান্স আলোচনা হবে আজ।
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
'বর্ডার খুলে দেওয়া হোক' ফের বিতর্কিত মন্তব্য বিজেপির দিলীপের
রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফ-ও দায় এড়াতে পারে না, এমন বিতর্কিত মন্তব্য করে বেশ বিতর্কে জড়িয়েছিলেন বঙ্গের গেরুয়া শিবিরের দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষ। এবার বিতর্কের আঁচ আরও বাড়িয়ে সীমান্ত খুলে দেওয়ার কথা শোনা গেল তাঁর গলায়। খোলাখুলিই এ বিষয়ে নিজের মত তুলে ধরলেন দিলীপ। বললেন, এসআইআর আবহে যাঁরা বাংলাদেশে চলে যেতে চাইছে, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক!শুক্রবার স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, "দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ পয়সার জন্য করে এসব করে (অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়)।"






