Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ SSC-র!

 ৫:৪৪ PM     kolkata     No comments   

 


অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। ১৮০৬ জনের নাম প্রকাশ করল তারা। ৫৪ পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সাল সামনে এনেছে কমিশন।

২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানির সময় অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বাকি সকলেই যে যোগ্য তা হলফ করে বলেনি কমিশন। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায় যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারায় গোটা প্যানেল বাতিল করা হয়। চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন';SSC-র পরীক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

 ১২:২৫ PM     kolkata     No comments   

নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও কি সংশয় হাইকোর্টের? এই পরীক্ষার ভবিষ্যত কী কেউ জানে না। তাই নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কীসের?

তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বুধবার এসএসসি সংক্রান্ত সব মামলাই কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রকমই একটি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। আগামিকাল অর্থাৎ শুক্রবারই মামলাটির শুনানির জন্য প্রার্থনা করে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তিনি বারবার বলতে থাকেন,আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে। ফলে শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি করা হয়। এরপরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, "পরীক্ষার কী হবে কেউ জানেনা, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ধর্ষণের অভিযোগ; আত্মঘাতী পূজারার শ্যালক

 ১২:১৫ PM     India     No comments   

 


ঘোর দুঃসংবাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটারের শ্যালক জিত পাবরি। তাঁর পরিবারের সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জিতের মৃত্যু সংবাদ আসে। তখনও পূজারা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন। জিতের আত্মহত্যার নেপথ্যে একটি ধর্ষণের অভিযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে রাজকোটে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা শব্দ শুনে তড়ঘড়ি জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। পরিবারের সদস্যরাও বিধ্বস্ত। সেভাবে তাঁদের সঙ্গেও কথা বলতে পারেননি মালব্যনগর থানার পুলিশ আধিকারিকরা। তবে আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। কেন আত্মহত্যা করলেন পূজারার শ্যালক? তদন্তে নেমে বিস্ফোরক তথ্য এসেছে পুলিশের কাছে। জানা গিয়েছে ঠিক এক বছর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর জিত পাবরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরই প্রাক্তন বাগদত্তা। অভিযোগ, বাগদান হওয়ার পর জিত তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে পাবারি বিনা কারণে বাগদান ভেঙে দেন। প্রাক্তন বাগদত্তা মারধরেরও অভিযোগ আনেন। এমনকী পুজারার নাম নিয়ে ওই মহিলাকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে বাগরির বিরুদ্ধে। সেই মামলায় আগাম জামিন পেলেও বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন জিত। সেই আইনি জটিলতা এবং সম্মানহানির জেরে পুজারার শ্যালক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জেলেই খুন ইমরান খান? বাড়ছে গুঞ্জন

 ৬:৩১ PM     International     No comments   

দু'বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। হঠাৎই সোশাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাঁকে! যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি। 'আফগান টাইমস' নামের এক এক্স হ্যান্ডলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়। পরে আরও কোনও কোনও সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে।

কিন্তু কীসের ভিত্তিতে এমন দাবি? জানা যাচ্ছে, ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে তাঁর পরিবারকে। এবং আলাদা সেলে রাখা হয়েছে তাঁকে, অন্য বন্দিদের সঙ্গে নয়। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তাঁর বোনেরা। সেই সময়ে তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরেই ১০ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকী তাঁদের মারধরও করা হয় বলে দাবি। আর এরপর থেকেই গুঞ্জন বেড়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলাই এবার থেকে হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

 ৫:৩০ PM     kolkata     No comments   

 

এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। এর ফলে অযোগ্য, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা ও আরও যা ?যা মামলা রয়েছে, তা শুনবে কলকাতা হাই কোর্ট। এর সঙ্গে শীর্ষ আদালত ফের বলল, কোনও ভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না।

এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ-দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। অযোগ্য, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনও অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না। পাশাপাশি এসএসসিকে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত। শুধু নাম পরিচয় নয়, সেখানে সমস্ত তথ্য থাকতে হবে বলে জানিয়েছেন দুই বিচারপতি। অভিজ্ঞতার নিরিখে চাকরিপ্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন ওঠে। শীর্ষ আদালত জানায়, হাই কোর্ট মামলা শুনবে। নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়েও সওয়াল-জবাব হয় সুপ্রিম কোর্ট। সব শোনার পর সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি!

 ১২:৩৬ PM     kolkata     No comments   

বুধবারও ব্যাঙ্কশাল আদালতে সশরীরে হাজিরা দিলেন না পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা না দেওয়ায় পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন বাতিল করার হুঁশিয়ারিও দেন বিচারক। অপরদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট আজ আলাদলতে সারেন্ডার করেন তাঁর আইনজীবী। এদিন, যাঁরা কোর্টে আসেননি তাঁদের ভৎসনা করেন বিচারক। তিনি বলেন, "পচা শামুকে যেন পা না কাটে।

কারণ, যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাঁদের সশরীরে আসতেই হবে। না হলে জামিন বাতিল হয়ে যেতে পারে।"গত ১১ নভেম্বর জামিন পান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই যান নাকতলার বাড়িতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কপ্টার-কাণ্ডে মমতাকে কটাক্ষ শুভেন্দুর!

 ১২:৪৯ AM     kolkata     No comments   


লাইসেন্স সংক্রান্ত সমস্যার কারণে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর কর্মসূচিতে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির কর্মসূচিতে যোগ দিতে এসে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, লাইসেন্সের জন্য টাকা না-দেওয়ার কারণেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়তে পারেননি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে 'রেজিস্টার্ড জোকার' বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। এদিন বীরভূমের সাঁইথিয়ায় 'পরিবর্তন সংকল্প যাত্রা' করে বিজেপি। সেখানে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে তিনি একটি পথসভা করেন৷ সেই সভার মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাটের প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতা বলেন, "আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই। কে আটকেছে? আমি। দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি। হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি। তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates