মাঠের যুদ্ধে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তাই এবার মাঠের বাইরে ভারতের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধ শুরু করলেন সলমন আলি আঘারা। রবিবার ভারত-পাক ম্যাচ শেষে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এই নিয়ে বিতর্কের শুরু। ভারতের এমন আচরণের বিরুদ্ধে এবার আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে তারা অভিযোগ জানিয়েছে।