চাকরি বাতিল হওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। যদিও এর আগে একাধিকবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কিন্তু যোগ্য হয়েও যাঁরা চাকরি খুইয়েছেন, এমন প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়নি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদন জানানো হলে তিনি এ বিষয়ে কোনও নির্দেশ দিলেন না।চলতি বছরের ৩ এপ্রিল এসএসসি পরীক্ষার দুর্নীতি সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল।
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনা! মৃত ২
ইডির উপর শাহজাহান শেখের অনুগামীদের হামলার অন্যতম সাক্ষী এ বার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে সাক্ষীর কনিষ্ঠ পুত্র এবং গাড়িচালকের। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে। মৃতের পরিবারের দাবি, নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক হামলা হয়েছে। কারণ, বুধবার আদালতেই যাচ্ছিলেন শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার অন্যতম ওই সাক্ষী। তবে বুধবার দুপুর পর্যন্ত 'পরিকল্পনামাফিক হামলা'র কোনও লিখিত অভিযোগ বসিরহাট পুলিশ পায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তা।
উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়ে রদবদল!
উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল। চতুর্থ সেমিস্টারের (সাপ্লিমেন্টারি)পরীক্ষার সময়ে ছাড় দেবেন কর্তৃপক্ষ। এই বিষয়ে বলা হয়েছে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র।
তবে সংসদ সূত্রে খবর, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর।
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়াকড়ি!
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদল আনার কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সেই ইস্যুতে আরও কড়া পদক্ষেপের কথা জানাল তারা। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে, সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক। ২০২৬ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে সঙ্গে অতিরিক্ত কোনও পাতা জোড়া যাবে না, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া খাতায় উত্তর লিখবে। যে পাতায় শেষ উত্তর লিখবে, তার একেবারে নীচে পরীক্ষক বা ইনভিজ়লেটর সই করবেন।
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ফের হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়!
তিন বছর তিন মাস ১৯ দিন পর কিছুদিন আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও, শেষ মাস আটেক কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ফুল বদল করছেন রাজন্যা?
ছাত্র রাজনীতির আঙিনায় চেনা মুখ ছিলেন প্রান্তিক চক্রবর্তী। দীর্ঘদিন শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে রাজনীতির ময়দানে একেবারে জ্বালাময়ী ভাষণ দিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে প্রেসিডেন্সির গেট টপকে, ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখে নজর কেড়েছিলেন রাজন্যা হালদারও। রাজন্যাকে সামনের সারিতে আনতে দলের অনেকেই ব্যাকআপ দিয়েছেন একসময়ে।
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি!
মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে। সেখানে মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলিতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন। এর পাশাপাশি অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন। দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র। এখনও পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে খবর।






