সূর্যকুমার যাদব অধিনায়ক- এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই। চোটের কারণে বাদ শুভমান গিল। এই দুই চমকে স্তম্ভিত ক্রিকেট বোদ্ধারা। চোটের কারণে বাদ গিল।
সূর্যকুমার যাদব অধিনায়ক- এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই। চোটের কারণে বাদ শুভমান গিল। এই দুই চমকে স্তম্ভিত ক্রিকেট বোদ্ধারা। চোটের কারণে বাদ গিল।
বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। এমন খবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বাড়বে। পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতে।কাল শনিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
রবিবার ঘন কুয়াশার সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা উত্তর দিনাজপুর। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
সুপ্রিম কোর্টে স্বস্তি চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের। কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার ও এসএসসিও। আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত বেতন-সহ চাকরি করতে পারবেন ‘যোগ্য’ শিক্ষকরা। এর পাশাপাশি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের সময়সীমাও বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর বদলে, ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে নিয়োগ শেষ করার নির্দেশ আদালতের। অর্থাৎ ৮ মাস সময়সীমা বাড়ল।
যুবভারতী কেলেঙ্কারি নিয়ে সোমবার রাতেই নবান্নের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট। এর সঙ্গে প্রথামিক সুপারিশও। তার পরের দিনই যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, অর্থাৎ ডিজিপি রাজীব কুমারকে শো কজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শো কজ় করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। বাড়ানো হোক চাকরি সময়সীমা। চলতি মাসের শেষ হচ্ছে আইনি জালে জড়ান শিক্ষকদের চাকরির মেয়াদ। আরও আট মাস বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট দ্বারস্থ পর্ষদ। ইতিমধ্যে শীর্ষ আদালতে আবেদন জমা করা হয়েছে। নিয়োগ সম্পন্ন হতে আরো কিছুটা সময় লেগে যাবে। মেয়াদ না বাড়ালে স্কুলের জন্য শিক্ষক পাওয়া যাবে না।
কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট লেখক শশী থারুরকে ডি.লিট উপাধি দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। নতুন বছরের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ডিগ্রি প্রদানের অনুষ্ঠান হবে বিশেষ অতিথিদের নিয়ে।