বড় চমক রাজ্য রাজনীতিতে। শুক্রবার তৃণমূল শিবিরে যোগ দিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পার্নো মিত্র। শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরানগরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন পার্নো। পার্নো বরাহনগর আসনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে।
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে ফের পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যা!
দীপু দাসের পর ফের বাংলাদেশে পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এই ঘটনা ঘটে।
বাংলাদেশ ইস্যুতে তৃণমূল-বিজেপি ধর্মের রাজনীতি করছে, অভিযোগ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের
বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেসকে এক বন্ধনীতে রাখলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বাংলাদেশের ভারতীয় দূতাবাসে হামলা চালানো হলেও কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে না।
এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড় বঙ্গে!
এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড়। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৩ হাজার ৪২১ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। সূত্রের খবর, পর্ষদ অফিসে ভিডিওগ্রাফি-সহ কেন্দ্রীয়ভাবে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। এই ইন্টারভিউয়ের পর প্রকাশিত হবে মেধাতালিকা। সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে, বছর শেষে শুধু ইংরাজিমাধ্যম স্কুলে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। পরে বাকি স্কুলগুলির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
সিপিএমের মিঠুন চক্রবর্তী! আদালতে নাম উচ্চারিত হতেই বিচারকের বিস্ময়, 'আপনি তো বিজেপিতে ছিলেন?'
নাম মিঠুন। পদবি চক্রবর্তী। করেন রাজনীতি। কিন্তু সিপিএম! আর তাতেই বিস্ময় প্রকাশ করলেন খোদ বিচারক। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার একটি নিম্ন আদালতে। সৌজন্যে, সিপিএম নেতা তথা দলের হুগলি জেলা কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী।
একটি রাজনৈতিক সংঘাতের মামলায় সম্প্রতি বেশ কয়েক জন সিপিএম নেতা হুগলির একটি মহকুমা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তাঁদের মধ্যে সিপিএমের এক রাজ্য স্তরের নেতাও ছিলেন। ছিলেন মিঠুনও।
তাপমাত্রার পারদ নামল ১৩ ডিগ্রিতে!
কলকাতায় মরসুমের শীতলতম দিন আজ। তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন মরশুমে প্রথম ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা। এর আগে ২১ ডিসেম্বর রবিবার তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের মুখে মিঠুন নিয়ে বড় কথা রচনার!
দু-জনেই বিনোদন জগতের মানুষ। এদিন হুগলির বাঁশবেড়িয়াতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। এদিকে এরইমধ্যে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় মানকুন্ডুতে আসছেন মিঠুন। সেই প্রসঙ্গ উঠতেই একেবারে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় রচনাকে। দুই দলের রাজনৈতিক লড়াই যে ভোটমুখী বঙ্গে ফের নতুন মাত্রা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাজনৈতিক বৈরিতা থাকলেও ভোটের আগে ভোটমুখী বাংলায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসায় এক্কেবার পঞ্চমুখ হতে দেখা গেল হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়েই চর্চা দুই তরকার ভক্তরা।





