বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী কিভাবে নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন ? এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তারকা বিজেপি নেতা সরকারি কোনও পদেও নেই। তা সত্ত্বেও দেখা গিয়েছে নীলবাতি লাগানো গাড়িতে চড়ে বীরভূমে জনসভায় যোগ দেন মিঠুন। এই প্রসঙ্গে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, "আপনি নীলবাতি লাগানো গাড়ি কীভাবে ব্যবহার করেন ?"
প্রসঙ্গত, লালবাতি ও নীলবাতি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় যানবাহন আইন ১৯৮৯ রয়েছে । তা ২০১৭ সালে সংশোধন হয়। তাতে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, কোনও ভাবেই বাতির অপব্যবহার করা যাবে না। করলে তা জরিমানাযোগ্য ও দণ্ডনীয় অপরাধ।






