গত কয়েকদিন ধরেই বাড়ছিল রাজ্যের করোনা সংক্রমণ। এবার সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০৫ জন। যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম। তবে কমেছে টেস্টিং-ও। পজিটিভিটি রেট ২.৭৭ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৭ হাজার ২৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮৬৯ জন। এদিন ১৩ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬০ হাজার ৩২৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন