বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন চালিয়ে যেতে পারবেন। আজ,শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আন্দোলনকারী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল আদালত জানিয়েছে, এখনই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এর পাশাপাশি ধর্না-অবস্থান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷বিচারপতির নির্দেশ, আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। বর্তমানে যে জায়গায় বসে তাঁরা অবস্থান-বিক্ষোভ করছেন, তার উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় সুইমিং পুলের পাশে তাঁরা বসতে পারবেন। একসঙ্গে দু'শো জনের বেশি ধর্নায় উপস্থিত থাকতে পারবেন না। আন্দোলনকারীদের মধ্যে থেকে দশ জনের নাম ও ফোন নম্বর আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। ধর্না অবস্থানে কোনও বহিরাগত উপস্থিত থাকতে পারবেন না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন