জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাতরুতে বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এর পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে খবর। বিস্তারিত জানিয়ে সেনাবাহিনীর ১৬ কর্পসের মুখপাত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, "আজ সকালে কিশতোয়ারের চাতরুতে যৌথবাহিনী একটি অভিযান চালাছে।" সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনার। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করার জন্য অভিযান চলছে বলেও জানা গিয়েছে।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দু'পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে। অন্যদিকে জঙ্গি নিকেশ করার জন্য আরও সেনা মোতায়েন করা হয়েছে। এই এলাকায় ঘন জঙ্গল রয়েছে। এপ্রিল মাসেও এখানে সেনার সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছিল। ১২ এপ্রিলের এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছিল। সেই ঘটনার এক মাসের মধ্যে ফের বাহিনীর সঙ্গে ওই এলাকাতেই সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এদিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন