এবার বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল। প্রায় সব জেলাতেই তৃণমূলের সভাপতি এবং চেয়ারপার্সন পদে বদল করা হয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বীরভূম জেলা সভাপতি পদটিকেই অবলুপ্ত করা। যার ফলে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকছেন না অনুব্রত মণ্ডল। তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে। সেই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। সেই কোর কমিটির সাধারণ সদস্য করা অনুব্রত মণ্ডলকে। তবে কোর কমিটিতে থাকলেও তৃণমূলের এই পদক্ষেপে অনুব্রতর গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে। ওই কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ।
শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন