স্কুলের চাকরি বাতিল হয়েছে দেশের শীর্ষ আদালতের নির্দেশে। সেই কারণে আদালতের পরামর্শমতো চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে যেতে চাইছেন পুরনো চাকরতে। সূত্রের খবর, এ বিষয়ে একগুচ্ছ আবেদন জমা পড়ল রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য চাকরিহারা শিক্ষকদের মধ্য থেকে এখনও পর্যন্ত প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
এদের মধ্যে অনেকেই প্রাথমিক স্কুলের শিক্ষকতা, অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। অনেকেই আবার চাকরি নিয়োগপত্র পেয়েও চাকরিতে যোগ দেননি। এবার যাচাই করা হবে, যাঁরা আবেদন করেছেন, তাঁরা সত্যি আগে কোনও সরকারি দফতরে কাজ করতেন নাকি। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে, তাদের সার্ভিস ব্রেক হবে না ও তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে রায় ছিল সুপ্রিম কোর্টের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন