ফের অগ্নিকাণ্ড কলকাতা শহরে। মিন্টো পার্কের কাছে বেকবাগানে একটি বহুতলে আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বেকবাগানের কাছেই অবস্থিত ওই বহুতলের উপরে থাকা এসি-র আউটডোরগুলি দাউদাউ করে জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় ওই এলাকায়। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণ পরই দমকল এসে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুন নেভাতে পাশের একটি বহুতলে উঠে পড়েছেন দমকল কর্মীরা। সেখান থেকে হোস পাইপে করে জল দেওয়া হয় আগুন নেভানোর জন্য। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের বের করে আনার কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন