কসবার কলেজে গণধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার সকালে আইনজীবী সৌম্য শুভ্র রায় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আইনজীবী জানান, তিনি কসবার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চান। মামলা দায়েররের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ । কবে এই মামলার শুনানি হবে তা এখনও স্পষ্ট নয় ।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে অনেকেই আবেদন করেছিলেন হাইকোর্টে। প্রথম আবেদনকারী ছিলেন বিজয় কুমার সিংঘল। কসবার ল'কলেজে গণধর্ষণ মামলাতেও তিনিই প্রথম আবেদনকারী। অন্যদিকে, কসবার নির্মম ঘটনার প্রতিবাদে আগামী ২ জুলাই কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি যুব মোর্চা। অনুমতি দেয়নি পুলিশ। মিছিল করতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি যুব মোর্চা। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন