আইপিএল ২০২৫-এর মেগা ফাইনাল ছিল। এই খেলায় পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়ে প্রথমবারের জন্য ট্রফি ঘরে তুলেছে আরসিবি। ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির। অবশেষে আইপিএল জিতে নিজের আবগ ধরে রাখতে পারেনি বিরাট কোহলি.। শেষ ওভারে জয় নিশ্চিত হতে মাঠেই কেঁদে ফেলেছিলেন বিরাট। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে আবেগে পরিপূর্ণ ছিল প্রতিটি কথা। মুখ খুললেন নিজের আইপিএল অবসর নিয়েও। বিরাট কোহলি বলেন, "আমার হৃদয় ব্যাঙ্গালোরের সঙ্গে, আমার আত্মা ব্যাঙ্গালোরের সঙ্গে এবং যতদিন আমি আইপিএল খেলব, এই দলটির হয়েই খেলব। আজ রাতে আমি শিশুর মতো ঘুমাবো।" কোহলির এহেন মন্তব্য মন ছুঁয়ে যায় সকলের। কাপ জয়ের পরে কোহলি আরসিবি সমর্থকদের একটি খুশির খবর দেন। অবসর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,"আমার কাছে এই খেলা চালিয়ে যাওয়ার এখনও অনেক বছর সুযোগ রয়েছে। অবসরের এখনও সময় আছে। যত দিন খেলব আরসিবির হয়ে নিজের সবটুকু দিয়ে খেলব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন