প্রায় ৯ বছরের কেরিয়ারে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা বোলারদের তালিকায় রয়েছেন তিনি। ৪৭ টেস্টে ২১৭, ৮৯ এক দিনের ম্যাচে ১৪৯ ও ৭০ টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহের প্রধান অস্ত্র কী? বুমরাহের সঙ্গে দীর্ঘ দিন খেলা চেতেশ্বর পুজারার মতে, বলের গতি বা লাইন-লেংথ নয়, পুজারার সাফল্য অন্য একটা কারণ কয়েছে। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহকে নিয়ে মুখ খুলেছেন পুজারা। তাঁর মতে, বুমরাহের সেরা অন্ত্র তাঁর মগজ। পুজারা বলেন, "বেশির ভাগ মানুষ বুমরাহের দক্ষতার কথা বলেন। ওর বোলিং অ্যাকশন বা গতির কথা বলেন। কিন্তু একটা বিষয় সকলে এড়িয়ে যান। সেটা হল বুমরাহের মগজাস্ত্র। মাঠের পরিস্থিতি ও খুব ভাল বোঝে। আইপিএলে লাসিথ মালিঙ্গার কাছ থেকে ও শিখেছে কী ভাবে ব্যাটারকে বোকা বানাতে হয়। ও কয়েকটা বল করার পরেই পিচ বুঝে ফেলে। সেই পিচে কী ভাবে বল করলে ব্যাটার সমস্যায় পড়বে সেটা বুঝে যায়। মূলত সেই কারণেই ও এতটা সফল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন