বলতে শুরু করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে। নিশানা করলেন মিঠুন চক্রবর্তীকে। নাম না করে মহাগুরুকে 'মাল' শব্দে রোহিঙ্গা বলে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।
সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে সোশাল মিডিয়ায় রোহিঙ্গাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। মমতাই রোহিঙ্গাদের আমন্ত্রণ করে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন।
শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কুণালকে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, "এসব অত্যন্ত কুরুচিকর কথাবার্তা। রোহিঙ্গা সম্পর্কে ন্যূনতম ধ্যানধারণা আছে ? রোহিঙ্গা বিষয়টি মায়ানমার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। রোহিঙ্গাদের সঙ্গে বাংলা কিংবা বাঙালির কোনও মিল নেই। এরা আপনার পাশ দিয়ে গেলে বা পাশে বসে থাকলেই বুঝতে পারবেন, এরা বাংলার বা বাঙালি নয়। এরা রোহিঙ্গা।"
এর পাশাপাশি তিনি আরও বলেন, "আমি আবার বলছি, তাঁকে যদি রোহিঙ্গা দেখতে হয় তাহলে গরমকালে গরম টুপি পরা, মাফলার পরা, গরমকালে ফুলহাতা কালো জোব্বা পরে থাকা রহস্যজনক একটি লোক সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওর জামাকাপড় খুলে দেখুন। ওই মালটা কিন্তু রোহিঙ্গা বেরোলেও বেরোতে পারে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন