উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমন খবর জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কোনও না কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে সেটি। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। শুক্রবার দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।। কলকাতার নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে। ব্যাহত হয়েছে ট্রাফিক পরিষেবা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন